রংপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহেদুল আলম। ছবি : কালবেলা
পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহেদুল আলম। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হাটু ভেঙে দেওয়ার হুমকি দেওয়া অধ্যক্ষ মাহেদুল আলমকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পরিচালনাসংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের প্রমাণ মিলেছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা (২০২৫)-এর পরিচালনাসংক্রান্ত নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক অথবা কোনো কর্মকর্তার ছেলে/মেয়ে/ পোষ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কোনো কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি কেন্দ্র সচিব হতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যক্ষ মাহেদুল আলমের মেয়ে মোছা. মিসরাত জাহান রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে দিনাজপুর বোর্ডের আওতাধীন বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবারের এসএসসি-২০২৫ সালের পরীক্ষায় অংশগ্রহণ করছে। যার রোল নং- ১৯০১৭১। সেই তথ্য গোপন করে এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করে চলতি এসএসসি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন অধ্যক্ষ মাহেদুল আলম। এবিষয়ে মিঠাপুকুর ইউএনও গণমাধ্যমকর্মীদের কাছে অবগত হওয়ার পরেই বিষয়টির সত্যটা পাওয়ায় কেন্দ্রসচিব পদ থেকে মাহেদুল আলমকে তাৎক্ষণিক অব্যাহতি প্রদান করে।

রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাহেদুল আলমের মেয়ে মিসরাত জাহান নামের শিক্ষার্থী ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে আমার প্রতিষ্ঠানের ২০৯ নম্বর রুমে পরীক্ষা দিচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড দিনাজপুর এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরুজ্জামান পাইকাড় জানান, সংশ্লিষ্ট বোর্ডের আওতাধীন কোনো কেন্দ্রে সন্তান পরীক্ষার্থী থাকলে সেই ব্যক্তির ওই বোর্ডের আওতাধীন কোথাও কেন্দ্র সচিব হওয়ার কোনো সুযোগ নেই। শুধু কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি নয় একই সঙ্গে পরীক্ষা পরিচালনা বিধিমালা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট এলাকার ইউএনও/ডিসি অভিযুক্ত কেন্দ্র সচিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ জানান, পরীক্ষা নীতিমালা লঙ্ঘনের দায়ে কেন্দ্র সচিবকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রাজ্জাকুর রহমানকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোনসোর ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠকে রিয়াল

স্বামীকে ত্যাগ নয় ,কাছে টেনে নিলেন ভারতীয় অভিনেত্রী

বাঁধ ভেঙে পানির নিচে ৫০০ একর আমন ক্ষেত 

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

অ্যাশেজের শেষ তিন টেস্ট থেকে ছিটকে গেলেন অজি তারকা

আলুবীজ উৎপাদনে বিপ্লব, টিস্যু কালচারে বছরে ২৫ লাখ প্লান্টলেট

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৭৪ হাজার ছাড়াল

জাপান / এক সপ্তাহের ‘শক্তিশালী ভূমিকম্পের’ সতর্কতা জারি

হেনস্তার শিকার ভারতীয় সংগীতশিল্পী

গুম-নির্যাতনের মামলা / ৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির 

১০

যুবদলের স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু, ২ ইউনিয়নের ভোগান্তি লাঘব 

১১

আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আব্দুল্লাহ

১২

জন্ম থেকেই হাত নেই, ছোট আরশাদুল পা দিয়েই লেখে

১৩

ডিমেনশিয়ার ৬ শারীরিক লক্ষণ

১৪

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

১৫

বিরতির পর ফিরলেন কিয়ারা

১৬

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না : দুদক চেয়ারম্যান 

১৭

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

১৮

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

১৯

ভিভোতে চলছে নিয়োগ

২০
X