ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত
মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত

সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ছায়াতল বাংলাদেশ’র কার্যক্রমে আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করে ঢাবির সাবেক শিক্ষার্থীদের একমাত্র এই সংগঠনটি।

অনুষ্ঠানে ডুয়া ইউকের পক্ষ থেকে ১ লাখ ১৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী। ছায়াতল বাংলাদেশের পক্ষে চেক গ্রহণ করেন সংগঠনের চেয়ারম্যান ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মামুন।

আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ঢাবির সাবেক শিক্ষার্থীদের এই বৃহৎ সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য—অভাবগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বাধাহীন সহায়তা নিশ্চিত করা।

সদস্য সচিব আবদুল বারী ড্যানী বলেন, আমরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় এনেছি। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে, আর চলতি বছর তা বাড়িয়ে ১ হাজার ৪০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সৈয়দ আমিনুর রহমান মাইকেল আশা প্রকাশ করে বলেন, ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের এ মানবিক ও সামাজিক ভূমিকা তরুণদের মাঝে দায়িত্ববোধ ও সংহতির চেতনা গড়ে তুলবে।

ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল আশ্বাস দিয়ে বলেন, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাহায্য করার এমন উদ্যোগ ডুয়া ইউকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করবে।

ছায়াতল বাংলাদেশের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে সংগঠনটি ৪টি ক্যাম্পাসে প্রায় ২৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছে। পাশাপাশি ঢাকার অদূরে কেরানীগঞ্জে শিশুদের জন্য একটি স্থায়ী আবাসন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সামনের দিনেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি। ডুয়া নেতারা জানিয়েছেন, আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা প্রদানই তাদের সংগঠনের অন্যতম অগ্রাধিকার।

এসময় আরও উপস্থিত ছিলেন ডুয়ার সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, মো. আবদুস সাত্তার মিয়াজী, সদস্য (দপ্তর) বায়েজীদ বোস্তামী ও মো. তহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের অবস্থা জানালেন নেতানিয়াহু

ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি

কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প

বিদায় বেলায় বাড়তি ব্যস্ততা মিরপুরের ভ্যালোসিটি ব্যাটওয়ালার!

ম্যানইউর বিপক্ষে রূপকথার জয়, এবার জরিমানা ভোগ করছে গ্রিমসবি

আরেকটি সুযোগ পেলেন স্টয়নিস

দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি মামুন

ভারতের স্পন্সর হতে যেসব শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রতিষ্ঠানকে

বিগ ব্যাশে খেলবেন অশ্বিন!

মার্করামের ঝড়ে হেডিংলিতে উড়ে গেল ইংল্যান্ড

১০

শারজায় পাকিস্তানের বিপক্ষে আফগানদের জয়

১১

সাবেক আইজিপি ক্ষমা পাবেন কি, যা বললেন চিফ প্রসিকিউটর

১২

সাভারে খাল উদ্ধারে নেমেছে প্রশাসন

১৩

উমামার প্যানেলের ইশতেহার ঘোষণা

১৪

নির্বাচন শান্তিপূর্ণ করতে দরকারি সব পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রেস সচিব

১৫

রাজশাহীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

১৬

৩২ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

১৭

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে অভিযান

১৮

জাগপা সভাপতি খন্দকার লুৎফরের শারীরিক অবস্থার উন্নতি

১৯

আগামী পাঁচদিন যেসব এলাকায় হতে পারে ভারী বৃষ্টি 

২০
X