বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত
মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ছবি : সংগৃহীত

সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ছায়াতল বাংলাদেশ’র কার্যক্রমে আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করে ঢাবির সাবেক শিক্ষার্থীদের একমাত্র এই সংগঠনটি।

অনুষ্ঠানে ডুয়া ইউকের পক্ষ থেকে ১ লাখ ১৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী। ছায়াতল বাংলাদেশের পক্ষে চেক গ্রহণ করেন সংগঠনের চেয়ারম্যান ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল মামুন।

আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, ঢাবির সাবেক শিক্ষার্থীদের এই বৃহৎ সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য—অভাবগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবনে বাধাহীন সহায়তা নিশ্চিত করা।

সদস্য সচিব আবদুল বারী ড্যানী বলেন, আমরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ বৃত্তির আওতায় এনেছি। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে, আর চলতি বছর তা বাড়িয়ে ১ হাজার ৪০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

সৈয়দ আমিনুর রহমান মাইকেল আশা প্রকাশ করে বলেন, ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের এ মানবিক ও সামাজিক ভূমিকা তরুণদের মাঝে দায়িত্ববোধ ও সংহতির চেতনা গড়ে তুলবে।

ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল আশ্বাস দিয়ে বলেন, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাহায্য করার এমন উদ্যোগ ডুয়া ইউকে ভবিষ্যতে আরও সম্প্রসারিত করবে।

ছায়াতল বাংলাদেশের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে সংগঠনটি ৪টি ক্যাম্পাসে প্রায় ২৫০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষা দিচ্ছে। পাশাপাশি ঢাকার অদূরে কেরানীগঞ্জে শিশুদের জন্য একটি স্থায়ী আবাসন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সামনের দিনেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি। ডুয়া নেতারা জানিয়েছেন, আর্থিক অসচ্ছলতার কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা প্রদানই তাদের সংগঠনের অন্যতম অগ্রাধিকার।

এসময় আরও উপস্থিত ছিলেন ডুয়ার সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, মো. আবদুস সাত্তার মিয়াজী, সদস্য (দপ্তর) বায়েজীদ বোস্তামী ও মো. তহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে শাটল বাস সার্ভিস চালু করল বিমান

প্রকৌশলীদের অধিকার আদায়ে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ

সার্জেন্ট হেলালের সাহসিকতায় ২ ছিনতাইকারী আটক

শ্রমিকদের অধিকার আদায়ের ‘মহান মে দিবস’ আজ

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

১০

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

১১

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

১২

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

১৩

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১৪

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১৫

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১৬

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৭

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৮

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৯

জয়ের পরও শান্তর মুখে হতাশা

২০
X