চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় অটোরিকশা আরোহী দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হন।
সোমবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে হাটবোয়ালিয়া বাজারে ওই দুর্ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার শিবপুর গ্রামের সাজিবুল (৫২) ও একই গ্রামের খাইরুল (৪০)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শিবপুর গ্রাম থেকে আটজন শ্রমিক অটোরিকশায় করে কাজের জন্য মেহেরপুর গাংনী ঝোড়পাড়া গ্রামে যাচ্ছিলেন। এ সময় হাটবোয়ালিয়া বাজারের সোনালী ব্যাংকের সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
স্থানীয় বাসিন্দারা ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। নিহতদের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন