সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে পেটানোর ঘটনায় ডা. হাফিজুল্লাহসহ ৮ জনের নামে মামলা

ডাক্তার মো. হাফিজুল্লাহ। ছবি : সংগৃহীত
ডাক্তার মো. হাফিজুল্লাহ। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার তথ্য সংগ্রহ করায় এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (১০ মার্চ) রাতে ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি বাদী হয়ে ডাক্তার মো. হাফিজুল্লাহসহ ৮ জনের নামে মামলা করেন। সদর থানার ওসি শামিনুল হক মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের ট্রমা সেন্টারে হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত ডাক্তার মো. হাফিজুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারির কনসালটেন্ট এবং সাতক্ষীরা ট্রমা সেন্টারের পরিচালক।

হামলা শিকার সাংবাদিক মনির ইসলাম মনি বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান কলেজের প্রভাষক আমিনুর রহমান বলেন, হঠাৎ করেই দেখলাম ডাক্তার মোহাম্মদ হাফিজুল্লাহ তার স্টাফদের বলছেন ট্রমা সেন্টারের সামনের গেট আটকে দিতে। এরপরেই ডাক্তারের নির্দেশে স্টাফরা ফিল্মি স্টাইলে সাংবাদিক মনিরের ওপর হামলা চালায়। তথ্য সংগ্রহ করায় ডাক্তারের নেতৃত্বে এমন মারধর মেনে নেওয়া যায় না।

হামলার শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি বলেন, তারাবির নামাজ শেষে সহকর্মীদের সঙ্গে ট্রমা সেন্টারে একটি রোগীকে দেখতে যাই। রোগী দেখে বাইরে বের হয়ে দেখি এক বৃদ্ধ মহিলা ভ্যানের ওপর শুয়ে কাতরাচ্ছে। এ সময় তাদের কাছে জানতে চাই কী হয়েছে? রোগীর স্বজনরা জানান, তারা বৃহস্পতিবার থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন কিন্তু তিন দিনেও ট্রিটমেন্ট না পেয়ে হাসপাতালের লোকজনের পরামর্শে ট্রমা সেন্টার এসেছেন।

তিনি বলেন, তারা আমার কাছে সহযোগিতা চেয়ে আকুতি মিনতি করে। একপর্যায়ে আমি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক সার্জারির বিভাগের প্রধান ডাক্তার প্রবীর কুমারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। এ সময় রোগীর চিকিৎসা না পাওয়াসহ হাসপাতালের লোকজনের পরামর্শে রোগী বাইরে পাঠানোর বিষয়টি তাকে অবগত করি। প্রবীর কুমার বলেন এর আগেও ডাক্তার হাফিজুল্লাহর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আশায় তাকে সতর্ক করা হয়েছে। তিনি ভুক্তভোগী রোগীদের পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন।

ভুক্তভোগী সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকার জুলেখা বেগমের ছেলে ইশার আলী গাজী জানান, আমার আম্মা কয়েক দিন ধরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে কয়েকদিন ধরে কোনো প্রকার চিকিৎসা পাচ্ছিল না। আজ হাসপাতালের লোকজন আমাদেরকে বলে চিকিৎসা পেতে হলে ট্রমা সেন্টারে নিয়ে যেতে। তাই আমরা আমার বাবার ভ্যানে করে মাকে ট্রমা সেন্টারে নিয়ে যাই।

তিনি বলেন, ট্রমা সেন্টারের সামনে আসার পরে আমার মায়ের কান্নাকাটি দেখে সাংবাদিক ভাই এগিয়ে আসে। আমরা সব ঘটনা খুলে বললে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের বড় ডাক্তারের কাছে কল দেন। বড় ডাক্তার তার মোবাইল থেকে আমাদের সঙ্গে কথা বলে পুনরায় মেডিকেলে নিয়ে যেতে বলেন। এ জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে ট্রমা সেন্টারের ডাক্তার ও তার লোকজন সাংবাদিক ভাইয়ের ওপর আক্রমণ করে। তারা ট্রমা সেন্টারের সামনের গেট বন্ধ করে সাংবাদিক ভাইকে বেধড়ক মারধর করে।

রোগীর আরেক স্বজন কাজল বেগম বলেন, আমরা সব ঘটনা বলে সাংবাদিক ভাইয়ের সাহায্য চাই। কিন্তু ট্রমা সেন্টারের ডাক্তারসহ তাদের লোকজন সাংবাদিক ভাই আমাদের সহযোগিতা করায় তাকে ব্যাপক মারধর করেছে। মারধর দেখে আমি ও আমার খালা ঠেকাতে গেলে আমাদের ওপরও মারধর করে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরবর্তীতে সোমবার রাতে ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনির দেওয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত কর্মকর্তাকে আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

স্বর্ণের দাম আবারও বাড়ল, ২২ ক্যারেট কত?

‘দেশের স্বাধীনতা ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জেনারেল ওসমানী’

স্পেনের বিপক্ষে ফিনালিসিমার তারিখ নিয়ে ক্ষুব্ধ স্কালোনি

ডাকসুতে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এজিএস প্রার্থী চট্টগ্রামের জাহেদ

বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই মূল লক্ষ্য : মঞ্জু

ডাকসু নির্বাচন / হাইকোর্টে রিটকারীকে ধর্ষণের হুমকি, ফরহাদের মন্তব্য

বিদেশে বসে আদালতে সশরীরে হাজিরা দিচ্ছেন আসামি

নির্বাচনের ট্রেন থামানোর ষড়যন্ত্র চলছে : অমিত

দলকে সিরিজ জিতিয়ে যা বললেন নাসুম

১০

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশের উদ্যোগ

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমদের খাওয়ালেন ছাত্রদল নেতা তারিক

১২

রাকসু নির্বাচন / পঞ্চম দফায় মনোনয়ন উত্তোলনের তারিখ পরিবর্তন, আন্দোলনে সরব ছাত্রদল

১৩

র‍্যাবের অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

সকালের নাশতায় কোন খাবারগুলো রাখা ভালো, জেনে নিন পুষ্টিবিদদের পরামর্শ

১৫

লড়াই করছি, সহজেই জিতব ধরে নিচ্ছি না : তাসনিম জারা

১৬

প্রেমের বিয়ের পর স্ত্রীর পরকীয়া জেনে যুবকের কাণ্ড

১৭

সম্মিলিত পেশাজীবী পরিষদের কমিটি বিলুপ্ত

১৮

সর্বদলীয় বৈঠকে ৫ সিদ্ধান্ত, আলোচনায় আ.লীগ-জাপা ইস্যু

১৯

পরাজিত অপশক্তি যেন নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে : টুকু

২০
X