মেহেরপুরের মুজিবনগরে তসলেম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ আগস্ট) মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
ভুক্তভোগী শিশুর মা জানান, মঙ্গলবার দুপুরে কোনো এক সময় আমার মেয়েকে ফুসলিয়ে তসলেম ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে আমাকে বিষয়টি জানায়। জানার সঙ্গে সঙ্গে মেয়েকে ২৫০ বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমেনা খাতুন বলেন, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সিভিল সার্জন টিম গঠন করে দিলে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলেই আছি। অভিযুক্ত আসামিকে আটকের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।
মন্তব্য করুন