কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৪:৩২ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

১৪৪ ধারা ভেঙে ফসল লুটে নিল আ.লীগের নেতাকর্মীরা

ক্ষেত থেকে তুলে নেওয়া হয়েছে আলু। ছবি : কালবেলা
ক্ষেত থেকে তুলে নেওয়া হয়েছে আলু। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৪৪ ধারা অমান্য করে কয়েক লক্ষাধিক টাকার ফসল (আলু) তুলে নিয়েছে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ করতে গিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকা সূত্রে ও থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামে বাড়উগাঁও মৌজায় বিভিন্ন দাগে দুই একর কৃষি জমি থেকে কয়েক দফায় জোরপূর্বক ফসল (আলু) তুলে নিয়ে যায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান (৩৫), দুই নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক খালিস মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর মিয়ার (৪০) সহযোগীরা।

এ ঘটনায় ভূমি দখলের অভিযোগ এনে গত ২৭ ফেব্রুয়ারি কৃষক মুহিবুর রহমান বাদী হয়ে ফজলুর রহমান গংয়ের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদেশ অনুযায়ী উভয়পক্ষকে বিরোধপূর্ণ ভূমিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কুলাউড়া থানার এসআই মো. মুহিত মিয়া ১৪৪ ধারার নোটিশ জারি করেন।

কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে স্বেচ্ছাসেবকলীগ নেতা ফজলুর রহমান ও শ্রমিকলীগ নেতা কয়ছর মিয়া গং শনিবার সকালে মুহিবুর রহমান গংদের কৃষি জমিতে জোরপূর্বক লাঠিয়াল বাহিনী নিয়ে প্রবেশ করে কয়েক লাখ টাকার আলু তুলে নিয়ে যান। এর আগে গত ১১ মার্চ দুপুরে ফজলুর রহমান গং মুজিবুর রহমানের ছেলে লুৎফুর রহমান সুমনসহ স্থানীয় কৃষকদের মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কেটে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কারণ জানতে চাইলে প্রতিপক্ষের হামলায় আহত হন কৃষক লুৎফুর রহমান।

পরে তিনি ফজলুর রহমান গংয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে অবাধে মাটি কাটা ও কৃষি জমি থেকে ফসল আলু তোলার বিষয়ে বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় মুহিবুর রহমানের ছেলে মাহবুব হোসাইন (৩০) আহত হন।

সাধনপুর গ্রামের কৃষক মুহিবুর রহমান, নাইওর মিয়া, লুৎফুর রহমানসহ আরও অনেক কৃষক বলেন, প্রতিপক্ষ আওয়ামী লীগের দোসর ফজলুর রহমান ও কয়ছর মিয়া গং আমাদের মৌরসী জমি জোরপূর্বক দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। মনু নদীর চর এলাকায় আমাদের জমিতে আলুসহ বিভিন্ন ফসল চাষাবাদ করি। জমি থেকে ফসল উত্তোলনের সময় আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে বাধা দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় কুলাউড়া থানা ও আদালতে মামলা দায়ের করি। পরে আদালতের নির্দেশ ভঙ্গ করে প্রতিপক্ষরা ফসলি জমি থেকে প্রায় ৪০০ মণ আলু তুলে নিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। কিন্তু পুলিশ তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

জানতে চাইলে স্বেচ্ছাসেবকলীগ নেতা ফজলুর রহমান ও ওয়ার্ড শ্রমিক লীগ নেতা কয়ছর মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কেন কৃষকদের জমি থেকে আলু তুলব এবং মাটি বিক্রি করব। ঠিকাদার মাটি নিচ্ছে ডিসি খতিয়ানের জমি থেকে এবং কিছু মাটি কৃষকদের টাকা দিয়ে নিচ্ছে। আমাদের গ্রামের রাস্তার উন্নয়নের স্বার্থে সরকারি কাজে আমরা সহযোগিতা করেছি মাত্র।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আল আমিন সরকার বলেন, ঠিকাদার যদি কৃষকদের জমি থেকে ক্ষতিপূরণ ছাড়া মাটি নিয়ে থাকে তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে। আর কৃষকের জমির মালিকানা থাকলে তাকে অবশ্যই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মুহিত মিয়া বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ থাকায় আদালতের নির্দেশে ১৪৪ ধারার নোটিশ দিয়েছি। নোটিশ ভঙ্গকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, আদালতের নির্দেশ ভঙ্গ করে কৃষকদের জমি থেকে ফসল তোলার অভিযোগ পেয়েছি। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, কৃষকদের মালিকানাধীন জমি থেকে এভাবে কেউ মাটি কেটে নিতে পারবে না। কৃষকদের পক্ষে লিখিত অভিযোগ পেলে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের প্রতিনিধির সরকার হওয়া জরুরি : আমির খসরু

মুরাদনগরে শ্রমিক নেতার মুক্তিতে আনন্দ মিছিল

মোহাম্মদপুরে খাল দখল করে নির্মিত ভবন গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন

ডিপিএল ঝলকে বিজয়ের টেস্ট প্রত্যাবর্তন

ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ বিরাজ করছে : শিবির সভাপতি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের ব্যাংকের ১০ কোটি টাকা ফ্রিজ

পাকিস্তানিদের ওপর চড়াও মোদি, সিন্ধু পানিচুক্তি বাতিল

নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

হাবিপ্রবি / সময় পার হলেও আটকে আছে প্রভাষকদের প্রমোশন

নৌ কর্মকর্তা স্বামীর কফিনে স্যালুট দিয়ে যা বললেন স্ত্রী

১০

গ্রাহকদের সতর্ক করল এবিসি কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি লিমিটেড

১১

বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা যোগ দিলেন ছাত্রদলে

১২

আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা আটক

১৩

কাশ্মীরে হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠী আসলে কারা?

১৪

আইইউবির রিসার্চ কনফারেন্সে বিইউবিটি শিক্ষার্থীর সাফল্য

১৫

ছাত্রদল নেতার ক্লাব থেকে গ্রেপ্তার যুবলীগ নেতা

১৬

দেশের বাজারে বিশ্বখ্যাত ৪ এআইওটি ব্র্যান্ড নিয়ে এলো আকিজ টেলিকম

১৭

পদ হারালেন বিএনপির আরও দুই নেতা

১৮

তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি বাড়বে কবে

১৯

উপাচার্যের পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের কফিন মিছিল

২০
X