আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার ধর্ষণের হুমকি, মুখ খুললেন ভুক্তভোগী শিক্ষার্থী

ছাত্রদল নেতার শাস্তির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ছাত্রদল নেতার শাস্তির দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরগুনার আমতলী উপজেলা ছাত্রদল নেতা কর্তৃক ধর্ষণের হুমকির বিচার চেয়ে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ‘বাঁচতে চাই, নিরাপত্তা চাই, অন্যায়ের বিচার চাই, ধর্ষণের হুমকির বিচার চাই ইত্যাদি স্লোগান দেন।

বুধবার (১৯ মার্চ) সকাল ১২টায় উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচিতে শতাধিক সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অভিযুক্ত ছাত্রদল নেতার নাম মো. ইমরান খান। তিনি আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।

এসময় বক্তব্য রাখেন- আমতলী সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নাদিম, মো. রেদওয়ান। আমতলী বকুলনেসা মহিলা কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রদল নেতা ইমরান খান একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি ও তাকে অপহরণের চেষ্টা করা মানে আমতলী উপজেলার সব নারীকে অপমান এবং হুমকি দেওয়ার সমান। আমরা নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি! আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে ধর্ষণের হুমকিদাতা সন্ত্রাসী ছাত্রদল নেতা ইমরান খানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।

ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, ছাত্রদল নেতা ইমরান খান আমাকে ধর্ষণের হুমকি দিলে আমার নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করি। এরপর গত ১৬ মার্চ সে আমাকে অপহরণ করার চেষ্টা করে। প্রতিনিয়ত আমি হত্যার হুমকি পাচ্ছি এবং জীবনের নিরাপত্তাহীনতা ভুগছি। প্রশাসনের কাছে হুমকিদাতা ছাত্রদল নেতা ইমরান খানের গ্রেপ্তারের দাবিও জানান ভুক্তভোগী এ নারী শিক্ষার্থী।

এ অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইমরান খান জানান, আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র ও ভিওিহীন। সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করাতে তারা এসব করে যাচ্ছে।

বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, ঘটনা জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম কালবেলাকে বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাধারণ শব্দেও যখন অসহ্য লাগে

হাদি হত্যার বিচার চেয়ে ঢাবি শিক্ষক মোনামীর কড়া বার্তা

দেশে মুক্তিযুদ্ধবিরোধী ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চলছে : ইশরাক

সংক্ষিপ্ত পরিসরে খুরুজের জোড় শুরু

প্রার্থীর মনোনয়নে মিলল মৃত ব্যক্তির স্বাক্ষর

খুলনায় জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

যে কারণে মান্নার মনোনয়নপত্র বাতিল

মনোনয়ন বৈধ ঘোষণা পর যা জানালেন সালাহউদ্দিন আহমেদ

শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

রঙ যেভাবে ক্ষুধার ওপর প্রভাব ফেলে

১০

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হলো হাসপাতালে

১১

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের ব্যানার অপসারণ কর্মসূচি

১২

‘জেলে খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি’

১৩

ওমান প্রবাসী কর্মীদের জন্য বড় দুঃসংবাদ

১৪

চুরি করা জিনিস ফেরত দিয়ে চিরকুটে ক্ষমা চাইলেন চোর

১৫

চট্টগ্রামের কাছে নাস্তানাবুদ ঢাকা

১৬

বিয়ে করলেই নিশ্চিত নয় গ্রিন কার্ড, স্বপ্নভঙ্গের নতুন আতঙ্ক

১৭

মালদ্বীপে শোক বইয়ে খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের হাইকমিশনারদের স্বাক্ষর

১৮

এবার ইরানের রাস্তায় জেন-জিরা, সরকার কি পারবে সামলাতে

১৯

ঢাকায় নামতে না পেরে তিন বিমানবন্দরে ৯ ফ্লাইটের অবতরণ

২০
X