সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

থানার সামনে সাংবাদিককে বেধড়ক পেটালেন পুলিশ, ওসি বললেন ‘ভুল বোঝাবুঝি’

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক সালাম বিশ্বাস। ছবি : কালবেলা
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক সালাম বিশ্বাস। ছবি : কালবেলা

রংপুরের বদরগঞ্জ থানার সামনে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে পুলিশের ৪ সদস্য। গুরুতর আহত হয়ে ওই সাংবাদিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে থানার ওসির দাবি, এটি ‘ভুল বোঝাবুঝি’ ছিল। সমাধানও হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুর ২টার দিকে বদরগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশের মারধরের শিকার সাংবাদিকের নাম এম এ সালাম বিশ্বাস। তিনি আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আহত ওই সাংবাদিক বর্তমানে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তিনি ঠিকমতো উঠে দাঁড়াতে পারছেন না।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা গেছে, থানার সামনের একটি চায়ের দোকানের বেঞ্চে বসে ওই সাংবাদিক একটি সংবাদ লিখছিলেন। এ সময় তার পাশেই পৌরসভার গেটে একটি পুলিশের গাড়িতে পুলিশ সদস্যদের মধ্যে তুমুল হইচই ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঘটনাস্থলে গেলে কনস্টেবল আল আমিন তার ওপর চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে মোবাইলের ক্যামেরা চালু করে তাকে গালাগালির কারণ জিজ্ঞেস করতেই তাকে ঘুষি মারেন। এ সময় এএসআই রবিউলসহ আরও তিন পুলিশ সদস্য মিলে তাকে বেধড়ক পেটায়। পরে তাকে চ্যাংদোলা করে থানার ভেতরে নিয়ে যাওয়া হলে ওসি বের হন। তখন তারা তাকে ওসির সামনে আছাড় দেন। এ সময় ওসি ওই পুলিশ সদস্যদের তাকে না জানিয়ে একজনের সাথে এমন আচরণের কারণ জানতে চান। স্থানীয় কয়েকজন সাংবাদিক মিলে এ ঘটনা মীমাংসার চেষ্টা করেন।

পুলিশের মারধরের শিকার ওই সাংবাদিক বলেন, হামলাকারী পুলিশ সদস্যরা মাফ চেয়ে থানায় তিন ঘণ্টা ধরে সমঝোতার চেষ্টা করে। এ ঘটনায় তিনি ন্যায়বিচার দাবি করেছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা।

রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, এটি একটি জঘন্যতম ঘটনা। গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরতে সাংবাদিকের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন, পুলিশ লাইন থেকে আসা পুলিশ ফোর্স চলে যাওয়ার সময় থানার গেটের বাইরে দুই সদস্যের মধ্যে ব্যক্তিগত সমস্যা নিয়ে রাগারাগি-হট্টগোল হয়। এ সময় ওই সাংবাদিক ভিডিও করার জন্য তার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। তবে ভুল-বোঝাবুঝির সমাধান হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আবু সাইম কালবেলাকে বলেন, আমরা শুনেছি ওখানে মারামারি হয়নি, ভুল-বোঝাবুঝি হয়েছে। বিষয়টি সমাধান হয়েছে। তবে ওই সাংবাদিক অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আ.লীগের মন্ত্রীর ভাইকে সরানো হলো মুদ্রণ শিল্প সমিতি থেকে

আগামী ২ দিনের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্তকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে : আমীর খসরু

ফিল্মি কায়দায় প্রবাসীকে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার

ফজলে করিমের বিরুদ্ধে দুদকের মামলা

চ্যাটজিপিটি ব্যবহার করে ইংরেজিতে দক্ষ হবেন যেভাবে 

অধ্যাপক ব্রজ গোপাল বৈষ্ণবের পরলোকগমন

নৌবাহিনীর দায়িত্বে চট্টগ্রাম বন্দরে বেড়েছে গড় কনটেইনার হ্যান্ডলিং

তপশিলে নৌকা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্ত

১০

সোহাগ হত্যাকাণ্ডকে ‘সংখ্যালঘু নির্যাতন’ বলে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম

১১

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ভালো : বিশ্বব্যাংক

১২

শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ স্থাপনাটি ভেঙে দিয়েছে সিটি করপোরেশন

১৩

বিএনপির দুপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

১৪

গণঅভ্যুত্থানের পোস্টার ও পোস্টকার্ড প্রকাশ 

১৫

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

১৬

চাঁদা না দিলে পদকপ্রাপ্ত চা চাষিকে হত্যার হুমকির অভিযোগ

১৭

নিহত সোহাগের পরিবারের পাশে বিএনপি, খুনিদের ফাঁসির দাবি

১৮

৫ কোটি টাকা চাঁদা দাবি : তিন আসামি কারাগারে 

১৯

স্ত্রী বারবার প্রেমিকের সঙ্গে পালান, তালাকের পর দুধ দিয়ে গোসল স্বামীর

২০
X