সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতা হত্যায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি : সংগৃহীত
সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) নিহতের ঘটনায় থানা বিএনপির সদস্য সচিব (পদ স্থগিত) মনজুর রহমান মঞ্জু শিকদারসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) রাতে নিহতের বড় ভাই মো. হজরত আলী হাফিজ বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন। পরে শনিবার (২২ মার্চ) সকালে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলায় এনায়েতপুর থানা বিএনপির সদস্য সচিব (পদ স্থগিত) মনজুর রহমান মঞ্জু শিকদার, থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, থানা ছাত্রদলের আহ্বায়ক সোহাগ শিকদার, সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু মীর, সদস্য সচিব কালাম শিকদারসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে গত ১৮ মার্চ সদিয়া চাঁদপুর ইউনিয়নে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলীম ও সাবেক মন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হন। সংঘর্ষে গুরুতর আহত কবির হোসেন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় মারা যান।

এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাজু কামাল মামলা দায়েরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে জানান, ছাত্রদল নেতা কবির হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন, ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপির ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ১৮ মার্চ বিকেলে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠান আয়োজন করতে নিষেধ করলে সেখান থেকে এক কিলোমিটার দূরে করোনা বাজার নামক স্থানে ওই ইফতার মাহফিল স্থানান্তর করা হয়। তখন কবির হোসেনসহ কয়েকজন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টাঙানো শামিয়ানা সরিয়ে আনতে গেলে মঞ্জু শিকদারের নির্দেশে অন্য আসামিরা তাদের ওপর হামলা চালায়। হামলায় কবির হোসেনসহ বেশ কয়েকজন আহত হন। পরদিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির।

মামলার বাদী হজরত আলী হাফিজ জানান, ৫ আগস্টের পর থেকে তারেক রহমানের নির্দেশ অমান্য করে এলাকায় প্রভাব বিস্তার, যমুনার বালু উত্তোলন, চাঁদাবাজি, লুটপাটসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই সন্ত্রাসীরা আমার ভাইকে হত্যা করেছে। আমরা এ হত্যাকারীদের দল থেকে বহিষ্কার ও বিচার দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় ইসলামী আন্দোলনের নেতা নিহত

চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ, তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

অস্ত্রসহ ছাত্রলীগ নেতা উজ্জ্বল আটক

প্রতীক পাওয়ার ২ দিন মাঠ ছাড়লেন প্রার্থী, হতাশ কর্মী-সমর্থক 

সুযোগ পেলে যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

চট্টগ্রাম বন্দরে আয়ের ইতিহাস, সেবায় জট

দুর্বৃত্তদের গুলিতে ‘লেদা পুতু’ নিহত

রাজধানীতে ভবন থেকে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১০

জলবায়ু সংকট / আসছে মাথা ঘুরানো গরম, ভয়ংকর কিছু বাস্তবতা

১১

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

১২

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

১৩

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৪

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

১৫

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

১৬

টিভিতে আজকের যত খেলা

১৭

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৯

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

২০
X