নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য তরমুজসহ ব্যতিক্রমী ইফতার আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ইফতারে তরমুজসহ অন্যান্য খাবারের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ইফতারে তরমুজসহ অন্যান্য খাবারের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার কর্তৃপক্ষ রমজান মাসে বন্দিদের ইফতারের তালিকায় মৌসুমি ফল তরমুজসহ অন্যান্য খাবার যোগ করে নজিরবিহীন উদ্যোগ গ্রহণ করেছে।

জেল সুপারের তত্ত্বাবধানে বন্দিদের ইফতারে ছোলা, মুড়ি, পিঁয়াজু, কলা, খেজুর, জিলাপির পাশাপাশি তরমুজ সরবরাহ করা হয়েছে। কারাগারের প্রায় ১,৩০০ বন্দি এই বিশেষ আয়োজনের সুবিধা পাচ্ছেন।

ব্যতিক্রমী এ উদ্যোগের ফলে বন্দিদের মুখে হাসি ফুটেছে। অনেক বন্দি আর্থিক অনটনের কারণে মৌসুমি ফল কিনে খেতে পারেন না। তবে কারা কর্তৃপক্ষের এ উদ্যোগ তাদের কাছে আনন্দের বার্তা হয়ে এসেছে। বন্দিরা জানিয়েছেন, এমন ইফতারের আয়োজন তাদের মানসিক শান্তি এনে দিয়েছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, জেল সুপার মো. শাহ আলম খানের নেতৃত্বে প্রতিদিন নিজে উপস্থিত থেকে ইফতার ও খাবার বিতরণ করেন কারা কর্মকর্তারা। সেহরির জন্য গরম খাবার পরিবেশনের ব্যবস্থা রয়েছে। বন্দিদের খাবার, দেখা-সাক্ষাৎ, মোবাইলে কথা বলাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও যথাযথভাবে নিশ্চিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সম্প্রতি ছাড়া পাওয়া এক বন্দি বলেন, আমি যতদিন কারাগারে ছিলাম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। কারাগারে পরিবেশিত খাবার ভালো ছিল। বিশেষ করে রমজান মাসের সেহেরি ও ইফতারে উন্নতমানের খাবার পেয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন বলেন, কারাগারে বন্দিদের অনুকূল পরিবেশ ছিল। আমাদের পরিবারের কোনো সদস্য যখন দেখা করতে আসত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। কারাগারের ক্যান্টিনের ন্যায্যমূল্যে মানসম্মত খাবার পেয়েছি। কারা কর্মকর্তা-কর্মচারীরা খুবই সহায়ক ছিল।

জেল সুপার মো. শাহ আলম খান বলেন, কারাগারকে সুশৃঙ্খল ও মাদকমুক্ত রাখতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দিদের জন্য তারাবি নামাজ, সাপ্তাহিক জুমার নামাজ, খেলাধুলা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। বন্দিরা বর্তমানে উন্নত পরিবেশে দিন কাটাচ্ছেন, যা জামিনপ্রাপ্তদের সাক্ষ্যে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, বন্দিদের জন্য সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান আইজি প্রিজনের নির্দেশনা অনুযায়ী আমরা কারাগারকে একটি সত্যিকারের সংশোধনাগারে রূপান্তরিত করতে কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের জালে এক হালি গোল দিয়েও মন ভরেনি ব্রাজিলের

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’

সাংবাদিকদের হুমকি দেওয়া যুবশক্তির ২ নেতাকে অব্যাহতি

‘আমি আর কত ক্ষতিগ্রস্ত হবো?’—প্রশ্ন বিজয়ের

ক্লান্ত ও দুর্বল লাগলে যে ৫ খাবার বাড়াবে আয়রন ও হিমোগ্লোবিন

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি

গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে ইংল্যান্ডের ডা. রিচার্ড বিলি

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক

ত্রুটিপূর্ণ নীতিমালা ও অপরিকল্পিত নগরায়ণ : আতঙ্কিত ঢাকার গল্প

১০

অর্থ পাচার মামলায় ফেঁসে গেলেন নেহা শর্মা?

১১

খালেদা জিয়ার নেতৃত্ব গণতান্ত্রিক সংগ্রামের অনুপ্রেরণা : মির্জা মোস্তফা

১২

এবার ওটিটিতে শাকিবের ডুবে যাওয়া সিনেমা

১৩

আগুনে বৃদ্ধের মৃত্যু, পুড়ল ১০ বাড়ি

১৪

তরুণ থেকে বৃদ্ধ—সবার জন‍্য রাহিতুল ইসলামের নতুন বই ‘ফ্রিল্যান্সারের আদর্শলিপি’

১৫

বিশ্বকাপ জয়ের দৌড়ে এগিয়ে কারা, জানাল অপটা সুপারকম্পিউটার

১৬

শতাব্দীর ভালো নির্বাচন চাই : ইসি সচিব

১৭

অস্ট্রেলিয়ায় পড়তে চাচ্ছেন, ভিসা–জটিলতা এড়াতে শিক্ষার্থীদের যে নতুন নির্দেশনা

১৮

কেন বার বার পরিচালকের প্রেমে পড়েন নায়িকারা?

১৯

দেশের স্বার্থে একটা ভালো নির্বাচনের বিকল্প নেই : ইসি সানাউল্লাহ

২০
X