কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

দুই নারীর সঙ্গে আ.লীগ নেতার অশ্লীল ভিডিও ফাঁস

দুই নারীর সঙ্গে আড্ডায় মত্ত আওয়ামী লীগ নেতা আশুতোষ বেপারী। ছবি : সংগৃহীত
দুই নারীর সঙ্গে আড্ডায় মত্ত আওয়ামী লীগ নেতা আশুতোষ বেপারী। ছবি : সংগৃহীত

পিরোজপুরে দুই নারীর সঙ্গে এক আওয়ামী লীগ নেতার অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। অভিযুক্ত আশুতোষ বেপারী নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ওই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দুই নারীর সঙ্গে তার অসামাজিক কর্মকাণ্ডের দৃশ্য দেখা গেছে। যদিও তিনি এ ঘটনা অস্বীকার করেছেন।

এদিকে আশুতোষ বেপারীর ওই অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনা পিরোজপুর ও নাজিরপুরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড না হলেও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যেমে ছড়িয়ে পড়ছে একাধিক ভিডিও।

ছড়িয়ে পড়া ভিডিওতে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারীর পরিচয় নিশ্চিত হওয়া গেলেও নারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে আশুতোষ বেপারীর সঙ্গে দুই নারীকে দেখা যায়। এ ছাড়া সেখানে আরও একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সবার সামনেই ওই নারীদের সঙ্গে অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে যান আশুতোষ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একজন ইউপি চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রত। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন তৃণমূলের কর্মীরা।

এসব ভিডিওর ব্যাপার কিছুই জানেন না দাবি করে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশুতোষ ব্যাপারী কালবেলাকে বলেন, এমন কোনো ভিডিও কিংবা ছবির ব্যাপারে আমি কিছুই জানি না। রাজনীতি করতে গেলে অনেক ষড়যন্ত্রের শিকার হতে হয়। আমিও ষড়যন্ত্রের শিকার হয়েছি।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল কালবেলাকে বলেন, বিষয়টি জানি না। তবে দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিষয়টি অবশ্যই খোঁজ নিয়ে দেখবো। কেউ যদি এমন কিছু করে যার জন্য দলের সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল কারও কাছে বন্ধক রাখা হয়নি, তাই দল কারও অপকর্মের দায়ও নেবে না।

২০২২ সালে ১৯ নভেম্বর নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যেমে উপজেলার নতুন কমিটি করা হয়। ওই কমিটিতে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খানকে সভাপতি এবং দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে ২০১৪ সালে কাউন্সিলের মাধ্যমে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যে কমিটি গঠন করা হয়েছিল, তাতে আশুতোষ বেপারীকে সাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়। দীর্ঘা ইউনিয়নে পরপর দুবার নৌকা মার্কা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১০

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১১

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১২

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৩

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৪

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৫

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৬

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৭

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৮

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৯

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০
X