কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৬:২৬ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

দুই নারীর সঙ্গে আ.লীগ নেতার অশ্লীল ভিডিও ফাঁস

দুই নারীর সঙ্গে আড্ডায় মত্ত আওয়ামী লীগ নেতা আশুতোষ বেপারী। ছবি : সংগৃহীত
দুই নারীর সঙ্গে আড্ডায় মত্ত আওয়ামী লীগ নেতা আশুতোষ বেপারী। ছবি : সংগৃহীত

পিরোজপুরে দুই নারীর সঙ্গে এক আওয়ামী লীগ নেতার অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। অভিযুক্ত আশুতোষ বেপারী নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ওই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দুই নারীর সঙ্গে তার অসামাজিক কর্মকাণ্ডের দৃশ্য দেখা গেছে। যদিও তিনি এ ঘটনা অস্বীকার করেছেন।

এদিকে আশুতোষ বেপারীর ওই অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনা পিরোজপুর ও নাজিরপুরে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড না হলেও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যেমে ছড়িয়ে পড়ছে একাধিক ভিডিও।

ছড়িয়ে পড়া ভিডিওতে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারীর পরিচয় নিশ্চিত হওয়া গেলেও নারীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে আশুতোষ বেপারীর সঙ্গে দুই নারীকে দেখা যায়। এ ছাড়া সেখানে আরও একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সবার সামনেই ওই নারীদের সঙ্গে অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে যান আশুতোষ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একজন ইউপি চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রত। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন তৃণমূলের কর্মীরা।

এসব ভিডিওর ব্যাপার কিছুই জানেন না দাবি করে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশুতোষ ব্যাপারী কালবেলাকে বলেন, এমন কোনো ভিডিও কিংবা ছবির ব্যাপারে আমি কিছুই জানি না। রাজনীতি করতে গেলে অনেক ষড়যন্ত্রের শিকার হতে হয়। আমিও ষড়যন্ত্রের শিকার হয়েছি।

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল কালবেলাকে বলেন, বিষয়টি জানি না। তবে দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিষয়টি অবশ্যই খোঁজ নিয়ে দেখবো। কেউ যদি এমন কিছু করে যার জন্য দলের সম্মান ক্ষুণ্ণ হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দল কারও কাছে বন্ধক রাখা হয়নি, তাই দল কারও অপকর্মের দায়ও নেবে না।

২০২২ সালে ১৯ নভেম্বর নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যেমে উপজেলার নতুন কমিটি করা হয়। ওই কমিটিতে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খানকে সভাপতি এবং দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে ২০১৪ সালে কাউন্সিলের মাধ্যমে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যে কমিটি গঠন করা হয়েছিল, তাতে আশুতোষ বেপারীকে সাংগঠনিক সম্পাদকের পদ দেওয়া হয়। দীর্ঘা ইউনিয়নে পরপর দুবার নৌকা মার্কা নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচল নেই রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসি ক্যামেরার একটিও

বিতর্কের মধ্যেই এবার ধলাই বিল ইজারা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনশন ভাঙালেন বিভাগীয় কমিশনার

আ.লীগ নেতা ছাইফ গ্রেপ্তার

জাতিসংঘ ফেলোশিপে ১০ নারীর মধ্যে স্থান পেলেন বাকৃবির মারজানা

জিয়া পরিবারকে সবচেয়ে নির্যাতন করেছে আওয়ামী সরকার : কবির ভূইয়া

মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমিনুল হক

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

মায়ামিতে হতে যাচ্ছে লা লিগার ম্যাচ!

১০

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে : চরমোনাই পীর

১১

আওয়ামী সংশ্লিষ্টতা বিতর্কে বিসিবি থেকে বাদ ইসফাক আহসান

১২

সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক

১৩

বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন আমিনুল

১৪

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

১৫

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

১৬

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

১৭

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

১৮

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

১৯

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

২০
X