রংপুর ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বাড়িতে আশ্রয় নিয়ে ৪ শিশুকে নিয়ে উধাও নারী, অতঃপর...

গ্রেপ্তার আদুরী বেগম। ছবি : কালবেলা
গ্রেপ্তার আদুরী বেগম। ছবি : কালবেলা

রংপুর নগরীর তপোধন এলাকা থেকে চার শিশুকে অপহরণ করে নিয়ে পালানোর সময় আদুরী বেগম নামে এক নারীকে আটক করে স্থানীয়রা। পরে চার শিশুকে উদ্ধার ও অপহরণকারী ওই নারীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে রংপুর রেলওয়ে স্টেশন থেকে অপহরণের শিকার শিশুদের উদ্ধার করা হয়। এ সময় ওই নারীকেও আটক করা হয়। পরে অপহরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উদ্ধার হওয়া শিশুরা হলো- আখিফুল ইসলামের আট বছর বয়সী মেয়ে আখি মনি, মমিনুর ইসলামের ১২ বছর বয়সী মেয়ে মিনু্‌, তপোধন এলাকার মমিনুল ইসলামের চার বছর বয়সী ছেলে ইসমাই ও মকবুল হোসেনের ছয় বছর বয়সী ছেলে রিফাত।

গ্রেপ্তার আদুরী বেগম নগরীর বাবুপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে লিটন নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে গিয়ে নিজেকে অসহায় দাবি করে থাকার জায়গা চান আদুরী বেগম নামে ওই নারী। পরে আশিকুল ইসলাম নামে স্থানীয় একজন ওই নারীকে তার বাড়িতে আশ্রয় দেন। ওই বাড়িতে রাত্রিযাপন করে পরেরদিন ইফতারের পরে ৪ শিশুকে নিয়ে পালিয়ে যান। এর কিছুক্ষণ পর বাচ্চাদের না পেয়ে এলাকায় হৈচৈ পড়ে গেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। রাতে রংপুর রেলওয়ে স্টেশনে ওই নারীকে চারজন শিশুকে নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের সবাইকে উদ্ধার করে মহানগর পুলিশ কার্যালয়ে নিয়ে যায়।

এই ঘটনায় শুক্রবার রাত দেড়টার দিকে অপহৃত এক শিশুর বাবা মকবুল হোসেন বাদী হয়ে নগরীর হারাগাছ থানায় একটি মামলা করেছেন। মামলায় আদুরী বেগমকে প্রধান করে আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। রংপুর মেডিকেলে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার পর পুলিশ নিজ হেফাজতে রেখেছে।

মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, অপহরণের শিকার শিশুদেরকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

ক্ষমা চেয়ে আবেদন উমামা ফাতেমার

যেসব লক্ষণে বুঝবেন আপনি লো ব্লাড প্রেশারে ভুগছেন

গণহত্যা মামলায় আফ্রিদি গ্রেপ্তার, ফেসবুকে প্রতিক্রিয়া প্রত্যয় হিরণের

চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি, অতঃপর...

বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি হচ্ছে দেশ সেরা ইলেকট্রনিকস ব্র্যান্ড যমুনার পণ্য 

জেন-জির নতুন ট্রেন্ড ‘থিম পার্টি’, কী হয় সেখানে

নারী ওয়ানডে বিশ্বকাপ / আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

মামলা নিয়ে বিচলিত নন পলক, আইনজীবীকে ট্রায়ালের প্রস্তুতির নির্দেশ

১০

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই পিপির নিয়োগ বাতিল

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল

১২

শোকজের জবাব দেবেন ফজলুর রহমান

১৩

হত্যাচেষ্টার নতুন মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার

১৪

অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা সরকারের

১৫

প্রিয় মানুষের অভিমান ভেঙে ফেলুন সহজ কিছু উপায়ে

১৬

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

১৭

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

১৮

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

১৯

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

২০
X