কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা। ছবি : কালবেলা
মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা। ছবি : কালবেলা

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির জানালা-গেট কুপিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তিযোদ্ধা কানুর ছেলে মোহাম্মদ গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক একটার দিকে ২০-২৫ দুর্বৃত্ত লুদীয়ারা গ্রামে তাদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের ঘরের দরজা-জানালা ও গেটে কোপায়। তার দাবি, তার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হত্যার উদ্দেশে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশের চেষ্টাও চালায়। পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, এর আগে গত বছরের ২২ ডিসেম্বর সন্ত্রাসীরা তার বাবা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে এলাকা প্রদক্ষিণ করায় এবং বাড়িঘর ছাড়তে বাধ্য করে। এ ঘটনার ভিডিও-ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশের গণমাধ্যমগুলোতে প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় হয়। তখন আব্দুল হাই কানু বাদী হয়ে থানায় একটি মামলা করেছিলেন।

বিপ্লব জানান, রমজান শেষে পুলিশ-প্রশাসনের আশ্বাসে মুক্তিযোদ্ধা কানু লুদীয়ারা গ্রামে তার নিজ বাড়িতে আসেন। ঈদের দিন থেকে তিনি পরিবারের সবাইকে নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। এর মধ্যে অবশ্য কিছু হুমকিও পেয়েছিলেন। বাড়িতে হামলার ঘটনা মোবাইল ফোনে পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে চৌদ্দগ্রাম থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এরপর সারারাত পুলিশ পাহারায় ছিল বাড়িটি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে যাই। এ সময় মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তরা বাড়ির গেট ও দরজা-জানালায় কিছু ভাঙচুর চালালেও ঘরে প্রবেশ করতে পারেনি।

ওসি আরও বলেন, ওই মুক্তিযোদ্ধা পরিবারের নিরাপত্তায় তার বাড়িতে পুলিশ পাহারা রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান চালানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে প্রতারণা

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১০

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১১

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১২

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১৩

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১৪

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৫

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৬

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৭

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৮

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৯

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

২০
X