মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ধাওয়া খেয়ে পালালেন গরিবের টাকা খাওয়া ইউপি সদস্য

ইউনিয়ন পরিষদের সদস্য আতিয়ার রহমান। ছবি : সংগৃহীত
ইউনিয়ন পরিষদের সদস্য আতিয়ার রহমান। ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে গরিবের নামে বিভিন্ন বরাদ্দে নাম দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্য আতিয়ার রহমানকে ধাওয়া দিয়েছে এলাকাবাসী। আতিয়ার রহমান উপজেলার চেংমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য।

ওই ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কর্মসৃজন কর্মসূচির বিভিন্ন সরকারি বরাদ্দে নাম দেওয়ার কথা বলে ৮০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আতিয়ার রহমান চেংমারী ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন। এরপর থেকে তিনি নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। বয়স্ক, বিধবা, কর্মসৃজন কর্মসূচিসহ সামাজিক নিরাপত্তা বলয়ে নাম দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন সালিশে টাকা গ্রহণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ৩ বছর ধরে এসব কর্মকাণ্ড করে আসছেন তিনি।

জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা রেজাউল কবীর টিটুল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর সেখানে সরকার একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর আগে অভিযুক্ত ইউপি সদস্য আতিয়ার রহমানের সঙ্গে ইউপি চেয়ারম্যানের ভালো সখ্য ছিল। তাই এলাকাবাসী আতিয়ার রহমানের বিরুদ্ধে কথা বলতে পারেনি। ৫ আগস্টের পর দৃশ্যপট পরিবর্তন হয়। এরপর জনগণ প্রতিবাদ জানাতে থাকে।

রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা নুর আলম সিদ্দিক স্বাধীন বলেন, আতিয়ার রহমান অনেকের কাছে সরকারি সহযোগিতা দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। বিচার-সালিশের নামেও দুই পক্ষের কাছ থেকে টাকা নিয়েছেন। এ কারণে মানুষ তার ওপর ক্ষুব্ধ। গত ৩ বছরে মানুষের কাছ থেকে ৮০ লাখ টাকার মতো নিয়েছেন ওই ইউপি সদস্য। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে ৯ নম্বর ওয়ার্ড রামেশ্বরপুর গ্রামে ওই ইউপি সদস্যের বাড়িতে শত শত ভুক্তভোগী মানুষ জড়ো হন। তারা ইউপি সদস্যকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বিক্ষোভ করতে থাকেন। তার অপসারণ ও শাস্তি দাবি করেন। এক পর্যায়ে লোকজন বাড়ি ঘেরাও করেন। ওই দিন রাত ১০টার দিকে পরিস্থিতি খারাপ হলে জনরোষে বাড়ি থেকে কৌশলে পালিয়ে যান আতিয়ার। বিক্ষুব্ধ মানুষ তার বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রাত ১২ পর্যন্ত বিক্ষোভ চলতে থাকে। শুক্রবারও বিক্ষোভ করেছেন তারা।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্য আতিয়ার রহমানের বক্তব্য নিতে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। তিনি পলাতক থাকায় তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

চেংমারী ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুর রহমান কালবেলাকে বলেন, ‘এ ধরনের ঘটনা জানতে পেরেছি। খুব দ্রুত খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ কালবেলাকে বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি থেকে আরও এক নেতার পদত্যাগ

অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তাইওয়ান ঘিরে বড় সামরিক মহড়া চীনের

এমন কুয়াশা পরিস্থিতি কতদিন থাকতে পারে জানাল আবহাওয়া অফিস

তদন্ত কমিটি গঠন / বরিশালে চিকিৎসা অবহেলায় বীরপ্রতীকের মৃত্যুর অভিযোগ

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা বিএনপি নেতার

পুলিশ নারী ফুটবল দলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

প্রধান বিচারপতির অভিভাষণ ৩০ ডিসেম্বর

চট্টগ্রামের ভাগ্য বরণ করল পিএসএলের মুলতান সুলতানস

১০

শীতে বিপর্যস্ত পঞ্চগড়ে সূর্যের দেখা নেই ৩ দিন

১১

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন মাহফুজ আলম

১২

বিপিএল খেলতে এসে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন পাক অলরাউন্ডার

১৩

এক আসনে মনোনয়ন পেলেন বিএনপির ২ নেতা

১৪

পারমাণবিক শক্তি ‘সীমাহীনভাবে’ বাড়ানোর নির্দেশ কিমের

১৫

শেষ মুহূর্তে মনোনয়ন পেলেন বিএনপির আরেক নেতা

১৬

নিউ জার্সিতে মুখোমুখি সংঘর্ষে দুই হেলিকপ্টার বিধ্বস্ত

১৭

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

১৮

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী

১৯

নাহিদকে শুভকামনা জানিয়ে যা লিখলেন ঢাকা-১১ আসনের জামায়াতপ্রার্থী

২০
X