সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বস্তাবন্দি ৩ মরদেহ, যুবক ধরা

খুনের শিকার স্বপ্না আক্তার (ডানে) ও  লামিয়া আক্তারের সঙ্গে ছেলে আব্দুল্লাহ হাবিব। ছবি : কালবেলা
খুনের শিকার স্বপ্না আক্তার (ডানে) ও লামিয়া আক্তারের সঙ্গে ছেলে আব্দুল্লাহ হাবিব। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যার অভিযোগে স্বামী ইয়াছিনকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার খলিল হাজির বাড়ির সামনে মাটিচাপা অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার মৃত আব্দুস ছামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ হাবিব (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দেড়টার দিকে খলিল হাজীর বাড়ির সামনে রাস্তার পাশে মাটিচাপা অবস্থায় নিচ থেকে মানুষের একটি হাতের কিছু অংশ দেখতে পাওয়া যায়। সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তখন থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মাটি খুঁড়তেই একে একে বের হয়ে আসে খণ্ডবিখণ্ড তিনজনের মরদেহ। স্বপ্না আক্তার ও লামিয়ার মাথা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল আর শিশু হাবিবের লাশ খণ্ডিত ছিল না। তবে তিনটি লাশই ছিল বস্তাবন্দি।

নিহতের বোন মুনমুন আক্তার জানান, একই এলাকার ইয়াছিনের সঙ্গে লামিয়ার বিয়ে হয়। ইয়াছিন একজন মাদক ব্যবসায়ী। তারা খলিল হাজির বাড়িতে ভাড়া থাকতেন। লামিয়া কাজ করতেন একটি পোশাক কারখানায়। স্বপ্না আক্তার প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা। ফলে স্বপ্না তার ছোট বোন লামিয়ার বাসাতে থাকতেন। কি কারণে ইয়াছিন স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

তিনি আরও জানান, একই এলাকায় তাদের নিজস্ব বাড়ি ছিল। বাবার মৃত্যুর পর তারা বাড়িটি বিক্রি করে দেয়। ঈদের আগে বাড়ি বিক্রির ২ লাখ টাকা দেওয়া হয়েছিল লামিয়ার স্বামী ইয়াছিনকে। এ টাকা কোথায় কীভাবে খরচ করা হয়েছে এ নিয়ে লামিয়ার সঙ্গে বিরোধ দেখা দেয়। স্বপ্নার স্বামী না থাকা ও প্রতিবন্ধী হওয়ায় তার অংশের টাকাও ইয়াছিনের কাছেই ছিল। ইয়াছিনের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। মাদকসহ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল। কিছু দিন আগে জেল থেকে জামিনে বের হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, তিনজনকে হত্যা করা হয়েছে গত ৪ দিন আগে নিজের ভাড়াবাসায়। পরে দুজনের লাশ খণ্ডবিখণ্ড করে বাড়ির সামনে অন্য একটি বাড়ির দেওয়ালের পাশে মাটির নিচে পুঁতে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লামিয়ার স্বামী ইয়াছিন তাদের হত্যা করেছে। ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু

কীভাবে নির্বাচিত হন বিসিবি সভাপতি, জেনে নিন পুরো প্রক্রিয়া

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব : তারেক রহমান

জুলাই আন্দোলনে আমি আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

করতোয়া নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...

১০

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

১১

আলোচিত বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

১২

মালিক বাড়িতে নেই, গরু বিক্রি করে লাপাত্তা কর্মচারী

১৩

শয়তানের নিশ্বাস ছড়িয়ে গৃহবধূর সর্বস্ব লুট

১৪

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প / দরকষাকষি চলছে, আরও সময় লাগবে

১৫

সকালে ঘুম থেকেই উঠেই কি মোবাইল ফোন ঘাঁটেন, হতে পারে যেসব বিপদ

১৬

সাগরে মিলল ১২ কোটি টাকার গুপ্তধন

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

বিশ্ব শিশু দিবস আজ 

১৯

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

২০
X