পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪৫ এএম
অনলাইন সংস্করণ

কালবেলার খবরে সাহায্য মিললেও চিকিৎসা শুরুর আগেই মৃত্যু সাহাদুলের

সাহাদুল ইসলাম। ছবি : কালবেলা 
সাহাদুল ইসলাম। ছবি : কালবেলা 

অর্থাভাবে মাত্র ৮০-৯০ টাকার হোমিওপ্যাথিতে ভরসা করে ক্যান্সারের সঙ্গে লড়াই করে গেছেন রংপুরের পীরগাছার দশগাঁও গ্রামের সাহাদুল ইসলাম (৫৫)। দুই সপ্তাহ আগে কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রবাসীসহ অনেকেই তার পাশে দাঁড়ালেও উন্নত চিকিৎসা শুরুর আগেই থেমে গেল তার জীবনযুদ্ধ।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে মারা যান তিনি।

সাহাদুল ইসলাম প্রায় চার বছর ধরে ঠোঁটের জ্বরঠোসা থেকে মুখমণ্ডলে ছড়িয়ে পড়া ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অর্থাভাবে তা হয়নি। বাধ্য হয়েই মাত্র ৮০-৯০ টাকার হোমিওপ্যাথি ওষুধেই নির্ভর করছিলেন। ফলে মৃত্যুর আগে তার মুখের প্রায় ৩০ শতাংশ অংশ পচে যায়। এজন্য সবসময় তার মুখমণ্ডল মাস্ক ও গামছা দিয়ে ঢেকে রাখতেন সাহাদুল।

দুই সপ্তাহ আগে কালবেলায় ‘অর্থের অভাবে হোমিওতে চলছে ক্যান্সার আক্রান্ত সাহাদুলের চিকিৎসা’ সাহাদুলের দুর্দশার খবর প্রকাশিত হলে আমেরিকা প্রবাসী পীরগাছার বড়পানসিয়া গ্রামের ফয়েজ আহমেদ তার ছোট ভাইয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠান। পীরগাছার ইউএনও মো. নাজমুল হক সুমনও আর্থিক সহায়তার চেক দেওয়ার কথা কালবেলার প্রতিবেদককে জানিয়েছিলেন।

সেই সহায়তার টাকা দিয়ে আগামীকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সাহাদুলকে রংপুরে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করার পরিকল্পনা ছিল তার স্ত্রীর। কিন্তু সোমবার দুপুরে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাহাদুল ইসলাম। এদিন রাত ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, যদি অনেক আগে সহায়তা মিলত, তাহলে হয়ত সাহাদুল বেঁচে থাকতেন।

সাহাদুল অসুস্থ হওয়ার পর থেকে তার স্ত্রী লাভলী বেগম অন্যের বাড়িতে কাজ করে, দিনমজুরি করেই সংসার চালাচ্ছেন। ছোট মেয়ে পড়ে নবম শ্রেণিতে। বড় মেয়েকে অনেক কষ্টে বিয়ে দিয়েছেন।

আগের প্রতিবেদন তৈরির সময় কালবেলার প্রতিবেদককে যে কথা বলেছিলেন সাহাদুল, তার মৃত্যুতে এখনো যেন কানে বাজে সেই কথা, ‘আমি বাঁচতে চাই, ছোট মেয়েটার বিয়ে দিতে চাই’।

তার মেয়ে সামিয়া আক্তার সেতুর কান্নাজড়িত কণ্ঠে কালবেলাকে দেওয়া সেই আগের সাক্ষাৎকার আজও যেন বাজে— ‘সবাই সবার বাবার সঙ্গে ঘোরে, আমি পারি না। কেননা, আমার বাবার মাস্ক খুললেই সবাই ভয় পায়। আমি চাই আমার বাবা বেঁচে থাকুক।’

হতদরিদ্র সাহাদুলের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়— সময়মতো সহায়তা ও চিকিৎসা পাওয়ার গুরুত্ব কতটা বেশি। সাহাদুলের মতো আর কেউ যেন বিনা চিকিৎসায় মারা না যায় এই প্রত্যাশা সাহাদুলের প্রতিবেশীদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও ১২ মৃত্যু

যে কারণে অভিনয় ছেড়ে জ্যোতিষী হলেন টিউলিপ

‘রাগিনী এমএমএস থ্রি’ সিনেমায় তামান্না ভাটিয়া (রিপিট)

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির আদালতে 

লাইনচ্যুত যমুনা এক্সপ্রেস রেলে উঠেছে, ঢাকা থেকে দেরিতে ছাড়ছে ট্রেন

সাংবাদিক বিভুরঞ্জনের ময়নাতদন্ত সম্পন্ন, মেলেনি আঘাতের চিহ্ন

মেসিদের সফরে ভারতের বিশাল খরচ, কত টাকা লাগছে আর্জেন্টিনাকে আনতে?

আইটেম গানে নুসরাতের বাজিমাত

সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ

বিয়ের আগে প্রবাসীর জীবনে নেমে এলো ভয়াবহ বিপর্যয়

১০

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগে রমরমা বাণিজ্য

১১

ঢাকা পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

১২

অল্পের জন্য রক্ষা পেলেন দুই ট্রেনের হাজারো যাত্রী

১৩

আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরেছেন তারকা ফুটবলার

১৪

দুই হাতে বল নিয়ে ঝুঁকিপূর্ণ ‘বাইক স্ট্যান্ট’, ভিডিও ভাইরাল

১৫

পাওনা ৭০০ টাকায় কাল হলো রিকশাচালকের

১৬

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ বন্ধু আটক

১৭

 অমর্ত্য সেনকে কি বাংলাদেশে বের করে দেবে ভারত?

১৮

রাজধানীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ , যান চলাচল বন্ধ

১৯

ডিভোর্সের গুঞ্জন, মুম্বাই বিমানবন্দরে গোবিন্দ

২০
X