কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিসি-এসপির সঙ্গে শোভাযাত্রায় যোগ দেওয়া সেই আ.লীগ নেতা ধরা

হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ (লাল দাগ চিহ্নিত)। ছবি : সংগৃহীত
হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ (লাল দাগ চিহ্নিত)। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় বর্ষবরণের শোভাযাত্রায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নেওয়া হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসন বর্ষবরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। সামনের সারিতে ব্যানার ধরে অবস্থান নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামনের সারিতে তাদেরই পাশে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশ নেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোকাররম হোসেন মোয়াজ্জেম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় জেলাজুড়ে। গ্রেপ্তারের দাবি ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে। প্রশাসনকে দায়ী করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বলেও জানান তারা।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, সোমবার রাতে মোকাররম হোসেন মোয়াজ্জেম নামে এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। গত ১৩ ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরের আসিফ নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় মোকাররম হোসেন মোয়াজ্জেমকে। মামলাটি ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা হয়।

উল্লেখ্য, মোকাররম হোসেন মোয়াজ্জেম ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তামজিন হোসেন জনি নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি। মামলার প্রধান আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি

ফেব্রুয়ারিতে নির্বাচন রোধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : নীরব

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার ভিডিও নিয়ে জানা গেল সত্য ঘটনা

চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনে স্বতন্ত্র নীতিমালার দাবি

রাতে জামিনে কারামুক্ত হলেন শমী কায়সার

ঢাকায় ‘কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা’ অনুষ্ঠিত

‘ভোলাগঞ্জ থেকে লুট করা’ পাথর ডেমরায় উদ্ধার

আনুষ্ঠানিকভাবে আলাদা হল ঢাবি-সাত কলেজ

রাতে স্মার্টফোনের আসক্তি সহজেই দূর করুন

গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ : আমিনুল

১০

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

১১

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

১৩

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

১৪

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

১৫

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

১৬

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

১৭

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

১৮

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

১৯

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

২০
X