কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বেতাগী বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বরগুনার বেতাগী উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বে গঠিত বিদ্যমান আহ্বায়ক কমিটিকে টাকার বিনিময়ে গঠিত ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি উঠেছে।

কমিটি বাতিলের দাবিতে গত ৫ এপ্রিল উপজেলায় বিক্ষোভ-সমাবেশও অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এরপরও কেন্দ্র থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দলীয় নেতাকর্মীদের সমর্থনহীন এ কমিটি স্থানীয় বিএনপির রাজনীতিতে স্থবিরতা তৈরি করেছে। টাকার বিনিময়ে পদ-পদবি বাগিয়ে নিয়ে তারা এখন চাঁদাবাজি-টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। দলের জন্য নিবেদিত, লাঞ্ছিত ও বঞ্চিতদের স্থান করে দেওয়ার জন্য বিদ্যমান আহ্বায়ক কমিটি বাতিল চান স্থানীয় নেতাকর্মীরা।

তারা বলছেন, ২০২২ সালের ২ আগস্ট হুমায়ূন কবিরকে আহ্বায়ক করে বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পদবঞ্চিত নেতারা ওই কমিটি গঠনের পরই সেসময় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছিলেন।

তাদের অভিযোগ ছিল, কর্মিসভা থেকে পাঠানো তালিকা ও জেলা কমিটির সাংগঠনিক প্রতিবেদনের সুপারিশ বাদ দিয়ে কেন্দ্রীয় এক নেতার পকেট কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাকর্মীদের পদ-পদবি না দিয়ে টাকার বিনিময় পকেট কমিটি দেওয়া হয়। তারা এই কমিটি বাতিলের দাবি জানান।

পরে কমিটি গঠনে টাকা লেনদেনের অভিযোগ তদন্তে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং নির্বাহী সদস্য আমিনুল ইসলামের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। ওই তদন্তে উঠে আসে, কমিটিতে অর্থের বিনিময়ে বিভিন্ন পদ বিতরণ করা হয়েছে, যা দলের গঠনতন্ত্র ও নৈতিকতা পরিপন্থি।

সে সময় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্র থেকে ২০২৩ সালের ১৭ এপ্রিল বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু এরপরও বেতাগী উপজেলায় বিতর্কিত ওই পকেট কমিটি বহাল থাকায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এ অবস্থায় বেতাগী উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণার দাবিতে গত ৫ এপ্রিল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র মো. শাজাহান কবিরের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বেতাগী পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের একটি মোড়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে শাজাহান কবির বলেন, ‘বিএনপি একটি জনতার দল। এখানে টাকার বিনিময়ে পদ বণ্টন দলকে দুর্বল করে এবং সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা পৌঁছায়।’

তিনি অবিলম্বে পকেট কমিটি বিলুপ্ত করে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতৃত্বকে মূল্যায়নের দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম লাভলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান পান্না, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বুলেট, যুবদলের নেতা রাশেদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, বেতাগী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শোয়েব কবির প্রমুখ।

বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা এক কণ্ঠে অবৈধ কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে নতুন কমিটি গঠনের আহ্বান জানান।

এ বিষয়ে বুধবার (১৬ এপ্রিল) জানতে চাওয়া হলে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান নান্না কালবেলাকে বলেন, ‘২০২২ সালে জেলা কমিটি দুর্নীতির মাধ্যমে টাকার বিনিময়ে উপজেলা কমিটি ও চেকের মাধ্যমে তারা টাকা লেনদেন করেছিল। পরে সেটা তদন্তে প্রমাণিত হলে জেলা কমিটি বাতিল করা হয়। কিন্তু উপজেলা কমিটি এখনও বহাল রয়েছে। ৫ আগস্টে পট পরিবর্তনের পর হুমায়ূন কবির মল্লিক ও তার লোকজন চাঁদাবাজি টেন্ডারবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘টাকার বিনিময়ে কমিটি করায় সে সময় দলের ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েন। তাছাড়া আহবায়ক হুমায়ূন কবিরসহ তার অনুগতরা বিগত ফ্যসিস্ট সরকারের আমলে কোনো মামলার মুখোমুখি হননি। অথচ আমি ৭২ বছর বয়সেও মামলার আসামি হয়েছি। আমার ছেলে পাঁচবার জেলে গেছে। আওয়ামী সুবিধাভোগী বর্তমান কমিটিকে স্থানীয়রা দেখতে চান না। বঞ্চিত ও ত্যাগী নেতাদের দলে স্থান করে দিতে বর্তমান কমিটি বিলুপ্ত করতে হবে।’

জানতে চাওয়া হলে হুমায়ূন কবির মল্লিক সব অভিযোগ অস্বীকার করে কালবেলাকে বলেন, ‘ইউনিয়ন কমিটির ভোটের মাধ্যমে ২০২২ সালে উপজেলা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি এখনো চলমান। এখন নতুন কমিটি গঠনের কার্যক্রম চলমান।

হুমায়ূন কবির মল্লিক আরও বলেন, ‘বিএনপির বন ও পরিবেশবিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর নেতৃত্বে বেতাগী উপজেলা কমিটি গঠনের কাজ বর্তমানে চলমান রয়েছে। সদস্য নবায়ন চলছে। সদস্য নবায়ন শেষ হলে ভোটের মাধ্যমে নতুন কমিটি হবে।’

এ ছাড়া টাকার বিনিময়ে কমিটি গঠন ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন, ‘এসব অভিযোগ ডাহা মিথ্যা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১০

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১১

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১২

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৩

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৪

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৫

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

১৬

সম্পত্তি আত্মসাতের অভিযোগ এবি পার্টির নেতার বিরুদ্ধে

১৭

সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ

১৮

দীর্ঘ প্রতীক্ষার পর বাস পেলেন বাঙলা কলেজের শিক্ষার্থীরা

১৯

সিকদার গ্রুপের ২০৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ 

২০
X