লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে সৌদি প্রবাসী হত্যা, হামলা-ভাঙচুরের পর পুরুষশূন্য গ্রাম

ভাঙচুর করা বাড়ি। ছবি : কালবেলা
ভাঙচুর করা বাড়ি। ছবি : কালবেলা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চর জয়নগর গ্রামটি বর্তমানে পুরুষশূন্য হয়ে পড়েছে। আতঙ্কে ঘর ছাড়া নারীরাও জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন। গত রমজান মাসে চর জয়নগর গ্রামের সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৩) হত্যাকাণ্ডের জেরে প্রায় ২১ বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। হত্যাকাণ্ড ও ভাঙচুর-লুটপাটের ঘটনায় এরই মধ্যে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে গ্রাম ঘুরে দেখা যায়, মধুমতী নদীর তীরবর্তী চর জয়নগর গ্রামটি সৌদি প্রবাসী অধ্যুষিত হওয়ায় এ গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পাকা। কিন্তু প্রতিপক্ষের ভাঙচুর, অগ্নিসংযোগে মাটিতে মিশে গেছে অনেক বাড়ি। এমন প্রায় ১৫-২০টি বাড়ি ঘুরে কোনো মানুষ দেখা যায়নি। বাড়িগুলো বসবাসের অযোগ্য অবস্থায় পরে আছে।

বিভিন্নভাবে আশ্রয় নেওয়া নারীরা বলেন, ‘আমাদের বাড়ি-ঘরের ওপর তাণ্ডব চালানো হয়েছে। জীবনের ঝুঁকির কারণে আমরা গ্রামছাড়া। আমরা এসব ঘটনার ন্যায়বিচার চাই। আমরা আমাদের বাড়ি-ঘরে ফিরে যেতে চাই।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে গত ১২ মার্চ সন্ধ্যায় চর জয়নগর গ্রামের একটি দোকানে সৌদি প্রবাসী আকরাম শেখকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এই খবরে ওই দিন গ্রামের পিরু শেখ, ইকরাম শেখ, দ্বীন ইসলাম মোল্যার নেতৃত্বে ৫০-৬০ জন প্রতিপক্ষ আনসার জমাদ্দার, ইসমাইল জমাদ্দার, ফহম সিকদার, সৈয়দ শেখ, ইমরান শেখ, ইমরুল শেখ, তোরাফ খান, মাফুল শেখ, ইউসুফ শেখ, রহমত শেখ, সদর শেখ, সিরু শেখ, সারু শেখ, বাদশা শেখ, মাহিন হাওলাদার, আইয়ুব আলী জমাদ্দার, আশরাফ আলী জমাদ্দার, সবুর জমাদ্দার ও ইকরাম জমাদ্দারসহ বেশ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় একটি মামলা করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

এ দিকে হত্যাকাণ্ডের ৫ দিন পর নিহতের ভাই ইকরাম শেখ বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে নড়াগাতী থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, আকরাম শেখ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আনসার জমাদ্দার ও বকুল শেখকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১০

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১১

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১২

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৩

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

১৪

ইসরায়েলে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা কতটুকু?

১৫

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি : আইনজীবী

১৬

৬ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন গলার কাঁটা

১৭

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর

১৮

পাকিস্তানকে বন্যা সতর্কতা পাঠিয়ে শুভেচ্ছার নিদর্শন দেখালো ভারত

১৯

শহর পরিষ্কারের দায়িত্ব সবার নিতে হবে : ডিসি জাহিদুল

২০
X