সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে পুড়ল ২০ দোকান

নোয়াখালীতে পুড়ল ২০ দোকান। ছবি : কালবেলা
নোয়াখালীতে পুড়ল ২০ দোকান। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের ছোট-বড় অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও সোনাইমুড়ী থানা ইনচার্জ মোরশেদ আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে প্রথমে ঈদগাহ রোডের উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের একটি দোকানে থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে মুদি দোকান, ওষুধের দোকান, কাঠের দোকানসহ বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানের গোডাউন থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদগাহ থেকে সিএনজি স্টেশন পর্যন্ত অন্তত ২০টি দোকান ছিল, যার মধ্যে অধিকাংশই সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ২ কোটি টাকারও বেশি হবে। অনেকে তাদের দোকানের মালামাল সরাতে পারেননি, ফলে এক রাতেই নিঃস্ব হয়ে গেছে বহু ব্যবসায়ীরা।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, সোনাইমুড়ী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সোনাইমুড়ী থানার ইনচার্জ মোরশেদ আলম, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, আগুনের উৎস ও অভিযুক্তদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন, ইসিকে মঈন খান ‍

চমক রেখে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

সকালে হাঁটা না বিকেলে, দ্রুত মেদ ঝরাতে কোনটি বেশি কার্যকরী?

জুলাই গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হলো পরিবর্তন : সালাহউদ্দিন

বর্ষার সঙ্গে জোবায়েদ ও মাহীরের প্রেমের কথা জানত পরিবারের সবাই

সালমান শাহর ‘ইস্কাটন প্লাজার’ ফ্ল্যাট নিয়ে ফের চাঞ্চল্য

পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি

খালেদা জিয়ার সাজে কিশোরী, ছবি তুলতে ভিড় জনতার

অর্থ পাচারের মামলায় সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

প্রবাসীদের অনলাইন রিটার্ন দাখিল আরও সহজ করল এনবিআর

১০

বিইউবিটিতে অনুষ্ঠিত হলো ‘থ্রি-মিনিটস রিসার্চ প্রজেক্ট কম্পিটিশন-এর গ্র্যান্ড ফাইনাল ২০২৫’

১১

কে কে পার্ক থেকে ৬ শতাধিক লোক থাইল্যান্ডে পালিয়েছে

১২

টেনিস বলের গায়ে এই লোম কেন থাকে? আসল রহস্য জেনে নিন

১৩

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

১৪

রনির সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন সাদিয়া

১৫

হুমকির পর নিখোঁজ সেই খতিবকে পাওয়া গেল শিকল বাঁধা অবস্থায়

১৬

গাজার ত্রাণে বাধা না দিতে ইসরায়েলকে নির্দেশ আইসিজের

১৭

সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

১৮

আইএসইউর শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

১৯

ফুটপাতের দোকানের জিনিস ছুড়ে ফেলছেন ক্ষুব্ধ খুশি, ভিডিও ভাইরাল

২০
X