সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে পুড়ল ২০ দোকান

নোয়াখালীতে পুড়ল ২০ দোকান। ছবি : কালবেলা
নোয়াখালীতে পুড়ল ২০ দোকান। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের ছোট-বড় অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও সোনাইমুড়ী থানা ইনচার্জ মোরশেদ আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে প্রথমে ঈদগাহ রোডের উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের একটি দোকানে থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে মুদি দোকান, ওষুধের দোকান, কাঠের দোকানসহ বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানের গোডাউন থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদগাহ থেকে সিএনজি স্টেশন পর্যন্ত অন্তত ২০টি দোকান ছিল, যার মধ্যে অধিকাংশই সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ২ কোটি টাকারও বেশি হবে। অনেকে তাদের দোকানের মালামাল সরাতে পারেননি, ফলে এক রাতেই নিঃস্ব হয়ে গেছে বহু ব্যবসায়ীরা।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, সোনাইমুড়ী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সোনাইমুড়ী থানার ইনচার্জ মোরশেদ আলম, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, আগুনের উৎস ও অভিযুক্তদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

‘ডরে আমার ভয় কাঁপতেছে’, প্রেস সচিবের ‘রহস্যময়’ পোস্ট

ডিইউজের সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ পুনর্নির্বাচিত

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, ব্যাপক ধরপাকড়

বুসকেটস–আলবার বিদায়ক্ষণে মেসির ‘আরেক ফিনালিসিমা’

ব্রাকসু নির্বাচনে ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাতিলের আবেদন

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

১০

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

১২

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

১৩

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

১৪

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

১৫

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

১৬

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

১৭

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

১৮

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১৯

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

২০
X