সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে পুড়ল ২০ দোকান

নোয়াখালীতে পুড়ল ২০ দোকান। ছবি : কালবেলা
নোয়াখালীতে পুড়ল ২০ দোকান। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের ছোট-বড় অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমিশাপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন ও সোনাইমুড়ী থানা ইনচার্জ মোরশেদ আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে প্রথমে ঈদগাহ রোডের উত্তর বাজার সিএনজি স্ট্যান্ডের একটি দোকানে থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারে মুদি দোকান, ওষুধের দোকান, কাঠের দোকানসহ বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানের গোডাউন থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ঈদগাহ থেকে সিএনজি স্টেশন পর্যন্ত অন্তত ২০টি দোকান ছিল, যার মধ্যে অধিকাংশই সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ২ কোটি টাকারও বেশি হবে। অনেকে তাদের দোকানের মালামাল সরাতে পারেননি, ফলে এক রাতেই নিঃস্ব হয়ে গেছে বহু ব্যবসায়ীরা।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, সোনাইমুড়ী ও চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও সোনাইমুড়ী থানার ইনচার্জ মোরশেদ আলম, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, আগুনের উৎস ও অভিযুক্তদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হবে। এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রঙ যেভাবে ক্ষুধার ওপর প্রভাব ফেলে

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, নেওয়া হলো হাসপাতালে

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের ব্যানার অপসারণ কর্মসূচি

‘জেলে খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে, ন্যূনতম চিকিৎসা দেওয়া হয়নি’

ওমান প্রবাসী কর্মীদের জন্য বড় দুঃসংবাদ

চুরি করা জিনিস ফেরত দিয়ে চিরকুটে ক্ষমা চাইলেন চোর

চট্টগ্রামের কাছে নাস্তানাবুদ ঢাকা

গৃহহীনদের জন্য ‘মেটালিকা হ্যাভেন মেডিকেল সেন্টার’

বিয়ে করলেই নিশ্চিত নয় গ্রিন কার্ড, স্বপ্নভঙ্গের নতুন আতঙ্ক

মালদ্বীপে শোক বইয়ে খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশের হাইকমিশনারদের স্বাক্ষর

১০

এবার ইরানের রাস্তায় জেন-জিরা, সরকার কি পারবে সামলাতে

১১

ঢাকায় নামতে না পেরে তিন বিমানবন্দরে ৯ ফ্লাইটের অবতরণ

১২

অভিনয়ে মেঘনা আলম

১৩

খেজুরের রস নিয়ে বের হয়ে ফিরলেন লাশ হয়ে

১৪

আহত বিএনপি নেতার মৃত্যু

১৫

আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হলো বিশাল অ্যাভাটার

১৬

সাত পাকে পাত্রীর সঙ্গে ঘুরছিলেন তিন বান্ধবী, অতঃপর...

১৭

যত সম্পদের মালিক এনসিপি নেত্রী মাহমুদা মিতু

১৮

৪৫ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন ভেনাস

১৯

সূর্যের দেখা নেই ৫ দিন, শীতে বিপর্যস্ত সীমান্তের জনজীবন

২০
X