টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে দুই শিশুকে হত্যা, পুলিশ হেফাজতে বাবা-মা

খুনের শিকার মালিহা আক্তার ও আব্দুল্লাহ বিন ওমর। ছবি : কালবেলা
খুনের শিকার মালিহা আক্তার ও আব্দুল্লাহ বিন ওমর। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে এক ফ্ল্যাট বাসায় দুই শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- আব্দুল্লাহ বিন ওমর (৪) ও মালিহা আক্তার (৬)। তারা দুজনই বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বাতেন মিয়া ও সালেহা বেগম দম্পতির সন্তান।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর নিহত শিশুদের বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের জন্য আরও জিজ্ঞাসাবাদ চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল বাতেন মিয়া পরিবারসহ ওই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। তাদের তিন সন্তানের মধ্যে বড় মেয়ে শুক্রবার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। দুপুরে সালেহা বেগম মাথা ব্যথার ওষুধ খেয়ে দুই সন্তানকে ঘরে রেখে ঘুমিয়ে পড়েন। আর স্বামী আব্দুল বাতেন ছিলেন বাসার বাইরে। বিকেলে ঘুম থেকে উঠে সালেহা ঘরের মেঝেতে দুই সন্তানের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শুক্রবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশুদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা ছুটে এসে মর্মান্তিক দৃশ্য দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার পর পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

কোরআন অবমাননাকারীকে আইনের আওতায় আনতে হবে : মাওলানা রাব্বানী

নির্ধারিত সময়ে গাজায় পৌঁছাতে পারেননি শহিদুল আলম, জানালেন সর্বশেষ পরিস্থিতি 

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে : পরিবেশ উপদেষ্টা

মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

মুখের ব্রণ চেপে ফাটাচ্ছেন? হতে পারে যে ভয়াবহ রোগ

ওয়াশিংটন পোস্টের জরিপ / গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় অধিকাংশ মার্কিন ইহুদি

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

১০

ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন, ভেসে উঠল দুজনের নিথর দেহ

১১

ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ২২০ টন জব্দ

১২

কখন এবং কতটা শক্তিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’?

১৩

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১৪

মতবিনিময় সভায় বক্তারা / মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

১৫

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

১৬

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

১৭

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

১৮

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

১৯

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

২০
X