আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাধীনতার পর এবারই জামায়াত মুক্ত পরিবেশে কাজের সুযোগ পেয়েছে’

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মাওলানা আজিজুর রহমান। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মাওলানা আজিজুর রহমান। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর এবারই জামায়াতে ইসলামী মুক্ত পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছে। ১৯৭১ সালের পরে গত ৫ আগস্ট থেকে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী তাদের আদর্শকে সমাজের প্রতি স্তরে পৌঁছে দিতে পারছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে আশাশুনি জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আজিজুর রহমান বলেন, আগে কখনো সরকারি দলের সঙ্গে, কখনো বিরোধী দলের সঙ্গে জোট বেঁধে কাজ করলেও স্বাধীনভাবে কাজ করতে পারিনি। জামায়াতে ইসলামী বিগত বছরগুলো স্বৈরশাসকের হাতে সর্বোচ্চ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে একটি পরিপূর্ণ সর্বজন স্বীকৃত সংস্কার কার্যক্রম শেষ করার মধ্য দিয়ে সর্বোচ্চ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সংস্কারের মধ্য দিয়ে এমন একটি নির্বাচন কাঠামো দাঁড় করাবেন যাতে করে বাংলাদেশের মাটিতে আর কোনোদিন স্বৈরাচার জন্ম নিতে না পারে।

মাওলানা আজিজুর রহমান আরও বলেন, অবৈধ ও অনৈতিক কোনো কাজের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মী জড়িত থাকলে গণমাধ্যম কর্মীরা তুলে ধরবেন। আমরা অবশ্যই সেই নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার বলেন, আমরা গণমাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি। আপোষহীনভাবে সত্য প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের পাশে আমাদের সংগঠন সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে। গণমাধ্যমের কর্মীরা আমাদের বিষয়ে যে কোনো ধরনের সংবাদ অকুণ্ঠ চিত্তে তুলে ধরবেন, কেননা জামায়াতে ইসলামী সব সময় জবাবদিহিতায় বিশ্বাসী।

আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি শাহ অহিদুজ্জামান শাহিন, সেক্রেটারি জাকির হোসেন।

সাংবাদিক জিএম মুজিবার রহমান, আহসান হাবীব, জিএম আল ফারুক, রাবিদ মাহমুদ চঞ্চল, এসকে হাসান, সমীর কুমার রায়, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, আকাশ হোসেন, বিএম আলাউদ্দিন, লিংকন আসলাম, গোপাল কুমার মণ্ডল, এমএম সাহেব আলী, নুর আলম, মোস্তাফিজুর রহমান (সংগ্রাম), মাহবুবুল হাসনাইন টুটুল, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউল করিম ফুলবাবু ও ইয়াছিন আরাফাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

০৪ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

০৪ জুলাই : আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা করব’, হত্যা মামলার আসামির হুমকি

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে নারী-শিশুসহ দগ্ধ ৩

রাস্তার পাশে পড়ে ছিল ২ যুবকের লাশ

অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন ছাত্রদলের ২ নেতা, অতঃপর...

ইসরাইলের পিআর পদ্ধতি কেন আলেমদের আদর্শ, বুঝে আসে না : প্রিন্স

নিজ বাসভবনে মহররম অনুষ্ঠানেও অনুপস্থিত আয়াতুল্লাহ খামেনি

১০

ইরান থেকে ফেরার পথে গাজায় বোমা ফেলত ইসরায়েলি বিমান

১১

ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর করেন যুবদল নেতা মনির

১২

কানাডার একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি

১৩

জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : উপদেষ্টা মাহফুজ

১৪

বনানীতে হোটেলে নারীকে মারধর, যুবদল নেতা মনির বহিষ্কার

১৫

খতমে নবুওয়াতের বিবৃতি / উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

১৬

বনানীতে যুবদল নেতার নেতৃত্বে হোটেলে হামলা, গ্রেপ্তারে চলছে অভিযান

১৭

আ.লীগকে পরবর্তী প্রজন্ম চিনবেই না : রেজা কিবরিয়া

১৮

জুলাই অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে আইডিয়া প্রতিযোগিতা

১৯

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

২০
X