সিরাজগঞ্জ ও কাজিপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বিএনপি ক্ষমতা নয়, জনগণের জন্য রাজনীতি করে’

সিরাজগঞ্জে জনসভায় বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে জনসভায় বক্তব্য দেন আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে। এমন কোনো নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা হয়নি। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আব্দুস সালাম বলেন, এখনো যারা নির্বাচন পেছাতে চান, তাদের উদ্দেশে বলতে চাই কেন পেছাতে চান? বিএনপিকে মানুষ ভোট দেবে এটার জন্য। আবার বলেন, বিএনপি ভোট পেতেই পারে না- এত খারাপ কাজ করছে। তাহলে বিএনপিকে ভয় পান কেন? বিএনপির জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য।

তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই- এ দেশের মানুষকে রক্ষা করতে বিএনপির কোনো বিকল্প নেই। এ কারণেই তারা বিএনপিকে ভয় পায়। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে ধানের শীষকেই বিজীয় করতে হবে, নইলে রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর এই অঞ্চলে বিএনপির নেতাকর্মীরা কথা বলতে পারেনি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। এখনো যারা আওয়ামী লীগের জন্য মায়াকান্না কাঁদে, হাসিনার জন্য মায়াকান্না কাঁদেন, তাদের বলতে চাই- ‘হাসিনা তো নিজেই ভাইগ্যা গেছে তাও আবার পেছনের দরজা দিয়ে। যে ভাইগ্যা যায় সে আবার নেতা হয় কীভাবে।’

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমি ২৫ বছর কাজিপুরে আসিনি। এর অর্থ এই নয়, কাজিপুরে আসতে চাইলেও আসতে পারতাম। আমাদের জন্য কাজিপুর ছিল একটি নিষিদ্ধ ভূমি। আমাদের কাজিপুরে আসতে দেওয়া হতো না। দীর্ঘকাল পরে কাজিপুরে এই জনসভা করতে এসেছি। কাজিপুরে যত মাথা ছিল, তাদের হত্যা করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং রবিউল হাসানের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবং জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে মন নেই কঙ্গনার, ফিরতে চান অভিনয়ে

তিন মাসে মোবাইল উদ্ধার ১০৮, টাকা ফেরত সাড়ে ৩ লাখ

এইচএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, জানা যাবে যেভাবে

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, ৭ দালালের দণ্ড

রাফা ক্রসিং খোলা হবে কি না, সিদ্ধান্ত জানাল ইসরায়েল

সন্তান ধারণে সমস্যার সমাধান খাবারেই

বিপিএল নিলামের তারিখ চূড়ান্ত, দলগুলোর জন্য আছে সুখবর

চাকসু নির্বাচন : নারী ভোটারদের উপস্থিতি নজরকাড়া

অভিযোগ আসছে ভোটারদের আঙুলের কালি মুছে যাচ্ছে : ছাত্রদলের ভিপি প্রার্থী

১০

‘কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে ভাবছি’

১১

ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে চাই : সাইদ বিন হাবিব

১২

৩০ মিনিট দেরিতে শুরু হলো চাকসুর ভোট

১৩

‘নির্বাচনে কারচুপি করলে কে গ্রহণ করবে’

১৪

ভোট দিয়ে শিক্ষার্থী বললেন, ‘ঈদের আনন্দ লাগছে’

১৫

বাংলাদেশে অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে ‘অভিবাসন ম্যানুয়াল’ প্রকাশ করল আইওএম 

১৬

নিখোঁজের ১৫ দিন পর মরুভূমিতে মিলল সবুজের মরদেহ

১৭

মাইলস্টোনে নিহত পরিবারের পাশে থাকবেন তারেক রহমান : আমিনুল হক 

১৮

গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করতে চাই : ব্যারিস্টার অসীম

১৯

ইলিশ রক্ষা অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

২০
X