দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত মো. কাইয়ুম মিয়া। ছবি : সংগৃহীত
নিহত মো. কাইয়ুম মিয়া। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে পারিবারিক কলহের জেরে কাইয়ুম মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১টায় উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলী কলনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. কাইয়ুম মিয়া উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জালাল উদ্দীন মিয়ার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।

নিহতের বাবা জালাল উদ্দীন বলেন, দীর্ঘ ১১ বছর আগে চক্রতলা কলনীপাড়া গ্রামের মৃত নূরু মিয়ার মেয়ে আঁখি আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয় আমার ছেলে। বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত। ঝগড়ার কারণে ছেলের সুখের কথা চিন্তা করে ১ লাখ ৯০ হাজার টাকা দিয়ে আলাদা করে দেই। এরপর থেকে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করত ছেলে। এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ ছিল না। তবে মাঝেমধ্যে খবর পেতাম স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে কাইয়ুমের স্ত্রীর বড়ভাই তাজুল ইসলাম ও মামা আবুল হোসেন প্রায়ই আমার ছেলেকে মারধর করতেন।

তিনি আরও বলেন, শুক্রবার রাত ২টার দিকে আমার বড় মেয়ে ফোন করে আমাকে জানায়, কাইয়ুম নাকি ফাঁসি দিয়ে মারা গেছে। রাতেই ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। গলায় কোনো ফাঁসির চিহ্ন দেখতে পাইনি। আমরা নিশ্চিত স্ত্রী ও তার ভাই-মামা মিলে আমার ছেলেকে খুন করে ফাঁসি দেওয়ার নাটক সাজাচ্ছে। আমি হত্যাকারীদের বিচার ও ফাঁসি চাই।

ঘটনাস্থলে গিয়ে ছেলের বউ আঁখি বেগম, তার বড়ভাই তাজুল ইসলাম ও মামা আবুল হোসেনকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, কাইয়ুম মারা যাওয়ার পর থেকে তারা ভয়ে বাড়ি থেকে পালিয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, শনিবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে নিহতের গলায় কোনো দাগ না থাকায় ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বজ্রবৃষ্টির আভাস, ঝরতে পারে যেসব এলাকায়

নদীতে ভাসছিল স্কুলশিক্ষিকার মরদেহ

সংগীতশিল্পী দীপ আর নেই

খালি পেটে অ্যালোভেরার জুস খাওয়া কতটা ভালো

ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশের ভাগ্যে কী ঘটবে

অভিযোগে কাজ হয়নি, এবার কি এশিয়া কাপ বয়কট করবে পাকিস্তান?

ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, উৎসুক জনতা ভিড়

একাধিক জনবল নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা, আবেদন করুন আজই

চার থেকে পাঁচটি ট্রলারে এসে চতুর্দিক থেকে গুলি করা হয় : র‍্যাব

কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি

১০

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১১

সিনিয়র ম্যানেজার পদে যমুনা গ্রুপে নিয়োগ

১২

গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা 

১৩

এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার ম্যাচ আজ

১৪

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ

১৫

ঘুষের দায়ে চাকরি হারালেন এনবিআরের দুই কর্মকর্তা

১৬

আগামী সপ্তাহে বৈঠক হতে পারে ট্রাম্প-জেলেনস্কির

১৭

অ্যাজমার ঝুঁকি কমাতে কিছু সহজ নিয়ম

১৮

ডিপ্লোমাধারীদের আন্দোলনের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১৯

বিচারপতির উপস্থিতিতে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা  

২০
X