বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

বাঞ্ছারামপুর মডেল থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে উপজেলার সর্বস্তরের জনতা। ছবি : কালবেলা
বাঞ্ছারামপুর মডেল থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে উপজেলার সর্বস্তরের জনতা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বাঞ্ছারামপুর মডেল থানার প্রধান ফটকের সামনে উপজেলার সর্বস্তরের জনতা ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থী, নারী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশুর বাবা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মীর হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোস্তাক আহমেদ, মানববন্ধন সমন্বয়কারী মাওলানা আবু বকর সিদ্দিক আইয়ুবী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন কামাল প্রমুখ।

ধর্ষণের ঘটনার ১২ দিন পার হলেও অভিযুক্ত প্রধান আসামি তামিম গ্রেপ্তার না হওয়ায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধরা। তারা ধর্ষণের মতো পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিকে দ্রুত গ্রেপ্তারের পর বিচারের দাবি জানান। কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ জনতা থানার ভেতরে প্রবেশের চেষ্টা করে।

পরে থানা পুলিশের পক্ষ থেকে প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা।

গত ১৪ এপ্রিল উপজেলার একটি গ্রামের বাসিন্দা মো. তামিম (২২) পোষা বিড়াল দেখানোর কথা বলে প্রতিবেশীর পাঁচ বছরের মেয়েকে ছাদে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটি সেখানে এখন চিকিৎসাধীন। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করেন। ১২ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক কালবেলাকে বলেন, আমি নতুন এসেছি। খোঁজ নিয়ে আসামিকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের হামলা, শিক্ষক সমিতি বলল ‘ধস্তাধস্তি’

১৮ তম জন্মদিনে রাজকীয় উদযাপন! ২০০ অতিথি নিয়ে ইয়ামালের পার্টি

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকাসহ ৬ বিভাগে তীব্র বজ্রপাতের আশঙ্কা, হতে পারে ভারি বৃষ্টি

জাল সনদে প্রধান শিক্ষক হওয়ার অভিযোগে অপসারণ দাবি

রিয়ালে সতীর্থ ও স্টাফদের যে চমকে যাওয়া উপহার দিয়েছিলেন রোনালদো

সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ : স্বরাষ্ট্র উপদেষ্টা

আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান

চাকরি দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

তপশিল থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি এনসিপির

১০

হাসিনা ও তার সহযোগী ঢাবি শিক্ষকদের বিচার দাবি সাদা দলের 

১১

কুমিল্লা মিডিয়া ফোরামের নেতৃত্বে মামুন-আতিক

১২

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক নাসিম 

১৩

অভিনয়ের জন্য অনেক কিছু করতে হয়েছে : অপু বিশ্বাস

১৪

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল

১৫

জবির দুই শিক্ষককে মারধর / তদন্ত কমিটি থেকে সভাপতি-সেক্রেটারির পদত্যাগ

১৬

পাইকগাছা-খুলনা সড়কে গাড়ি চলাচল বন্ধ

১৭

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অপু বিশ্বাস

১৮

সিরিজ বাঁচাতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ 

১৯

মিটফোর্ডে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ২

২০
X