বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও

বাঞ্ছারামপুর মডেল থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে উপজেলার সর্বস্তরের জনতা। ছবি : কালবেলা
বাঞ্ছারামপুর মডেল থানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে উপজেলার সর্বস্তরের জনতা। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে বাঞ্ছারামপুর মডেল থানার প্রধান ফটকের সামনে উপজেলার সর্বস্তরের জনতা ব্যানারে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থী, নারী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শিশুর বাবা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মীর হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোস্তাক আহমেদ, মানববন্ধন সমন্বয়কারী মাওলানা আবু বকর সিদ্দিক আইয়ুবী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন কামাল প্রমুখ।

ধর্ষণের ঘটনার ১২ দিন পার হলেও অভিযুক্ত প্রধান আসামি তামিম গ্রেপ্তার না হওয়ায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধরা। তারা ধর্ষণের মতো পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসামিকে দ্রুত গ্রেপ্তারের পর বিচারের দাবি জানান। কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ জনতা থানার ভেতরে প্রবেশের চেষ্টা করে।

পরে থানা পুলিশের পক্ষ থেকে প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। পরে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ জনতা।

গত ১৪ এপ্রিল উপজেলার একটি গ্রামের বাসিন্দা মো. তামিম (২২) পোষা বিড়াল দেখানোর কথা বলে প্রতিবেশীর পাঁচ বছরের মেয়েকে ছাদে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটি সেখানে এখন চিকিৎসাধীন। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করেন। ১২ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত তামিমকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক কালবেলাকে বলেন, আমি নতুন এসেছি। খোঁজ নিয়ে আসামিকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এবিএম ওবায়দুল

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

১০

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

১১

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

১২

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

১৩

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

১৪

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

১৫

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

১৬

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

১৭

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

১৮

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

২০
X