বরিশাল-ঢাকা মহাসড়কে বাসচাপায় মো. মানিক গাজী নামে এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টার দিকে উজিরপুর উপজেলার সোনার বাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত মো. মানিক গাজী (৫৫) উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি এবং ওটরা গ্রামের আব্দুল হক গাজীর ছেলে।
নেতাকর্মীরা জানান, সকালে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইচলাদী বাসস্ট্যান্ডে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন মো. মানিক গাজী। এরপর উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে বরিশাল জেলা শ্রমিক দলের আয়োজিত র্যালিতে অংশ নেন তিনি। শেষে নেতাকর্মীদের নিয়ে উজিরপুরের সোনার বাংলা বাজারে আসেন মানিক।
স্থানীয়রা জানান, সোনার বাংলা বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় মানিক গাজী ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে শ্রমিক দলের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বাসটি মানিক গাজীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা ধাওয়া করে বাবুগঞ্জের নতুন হাট এলাকা থেকে সেটিকে আটক করে। তবে এর চালক ও হেলপার পালিয়ে যায়। এ সময় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও তার চালক ও হেলপার পালিয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।
মন্তব্য করুন