রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় কৃষকরা

রাঙ্গুনিয়ার গুমাই বিলে আমন চারা রোপণে ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ার গুমাই বিলে আমন চারা রোপণে ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা

চট্টগ্রামে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে রাঙ্গুনিয়ায় গুমাই বিলে আমন চারা লাগাতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। তাদের দাবি, এই বিলে রোপণকৃত ১৭৫০ হেক্টর আমন চারার মধ্যে এবারে বন্যায় ৩০ শতাংশ ক্ষতি এবং ২০ শতাংশ জমির ক্ষতি হয়েছে। এতে তাদের প্রায় সাড়ে ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, দেশের অন্যতম বৃহত্তর এই গুমাইবিলে এবার ৩৫০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল। বন্যার আগে কৃষকরা তীব্র খড়ার কারণে বৃষ্টির পানি না পেয়ে বাড়তি টাকা খরচ করে সেচ দিয়ে বিলের ৫০ শতাংশ জমিতে আমন আবাদ করেছিল। কিন্তু টানা ১০ দিনের ভারি বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই আবাদ ছয় ফুট পানির নিচে তলিয়ে যায়। পানি নেমে গেলে গুমাই বিলে রোপণ করা ধানের চারার মধ্যে ৩০ শতাংশ জমির চাষাবাদ নষ্ট হয়ে যায় এবং আংশিক ক্ষতি হয় বাকি ২০ শতাংশ জমির আবাদ। এই জমিতে ব্রি ধান ৫১ আবাদ হওয়ায় সম্পূর্ণ জমির ধান নষ্ট হয়নি। বন্যার এই ক্ষতির পর ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু করে কৃষকরা। বর্তমানে গুমাই বিলে আবাদের লক্ষমাত্রার প্রায় শতভাগ জমিতে আমন চাষাবাদ হয়েছে।

সরেজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্যা পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করে কৃষকরা নতুন করে আমন ধান লাগিয়েছেন। আবার অনেক কৃষক যখন বন্যায় আক্রান্ত হয় তখন নতুন করে বীজতলা শুরু করেছিলেন। বর্তমানে নতুন জমিতে এবং নষ্ট হওয়া জমিতে ওই চারা দিয়ে আমন আবাদ করেছেন। এক্ষেত্রে রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক সহযোগিতা করেছেন এবং কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন।

গুমাই বিলের বড় কৃষক মো. মোকাররম বলেন, যদি সরকারি কোনো আর্থিক সহযোগিতা পেতাম আমাদের জন্য অনেক উপকার হতো। এবার ৮ হেক্টর জমিতে আমন আবাদ করেছি। তারমধ্যে চার হেক্টর জমি পুরোটাই নষ্ট হয়ে গেছে। এখন আবারও চারা লাগিয়েছি।

গুমাইবিলে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার জানান, সময়মতো বৃষ্টির দেখা না মেলায় অনেক কৃষক সেচ পাম্প দিয়ে আমন চারা রোপণ করেছিল। এরপর বন্যা শুরু হলে অনেক কৃষক ক্ষতির মুখে পড়ে। তবে বন্যা চলাকালীন সময়েই কৃষকদের দিয়ে আবারও বীজতলা তৈরি করিয়েছি। এতে বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকরা নবোদ্যমে চাষাবাদের ক্ষেত্রে চারার সংকট হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, চলতি আমন মৌসুমে রাঙ্গুনিয়ার ১৫ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বন্যার ক্ষতি পুষিয়ে কৃষকরা চাষাবাদ থেকে যাতে লাভবান হতে পারেন, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খোঁজ নিলেন ভুটানের প্রধানমন্ত্রী

নায়িকা মাহির পছন্দ ভাতের সঙ্গে শুঁটকি

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

বাংলাদেশের কাছে হেরে ‘হাস্যকর’ যুক্তি দেখাল ভারত অধিনায়ক

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভেনেজুয়েলার আকাশসীমায় সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

আজও ১৪ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা 

ভারতকে হারানোর পর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা জানা গেল

অলংকারে মুগ্ধ দর্শক

ডে কেয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক

১০

টিভিতে আজকের যত খেলা

১১

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

১২

কবরস্থানের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৩ 

১৩

প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায়

১৪

স্কুলে হামলা চালিয়ে ২২৭ শিক্ষক-শিক্ষার্থীকে অপহরণ

১৫

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

১৮

শীতে ত্বকের যত্ন ও চর্মরোগ থেকে পরিত্রাণের উপায়

১৯

গাজায় যুদ্ধবিরতির পর ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: জাতিসংঘ

২০
X