বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, স্বৈরাচার সরকারকে যেভাবে জনগণ ঐক্যবদ্ধভাবে হটিয়েছে, ঠিক সেভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (৩ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভা এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, আপনাদের সংস্কারের প্রয়োজন নেই। আপনারা সংস্কার প্রস্তাব রেখে দ্রুত নির্বাচন দেন। আপনাদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কাজ করবে গণতান্ত্রিক সরকার।
উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ আরও কিছুদিন ক্ষমতায় থাকলে প্রধান উপদেষ্টাকেও কারাগারের স্বাদ গ্রহণ করতে হতো।
জনসভা বিকেল ৪টায় শুরু হলেও দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে এসে জমায়েত হন। নেতাকর্মীদের নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিকেল ৪টার আগেই পরিপূর্ণ হয়ে পড়ে জনসভাস্থল। জনসভায় উপস্থিত জনতার মধ্যে পুরুষের সঙ্গে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ জেলা ও প্রধান অতিথির বক্তব্য দেন মুরাদনগরের সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এ সময় বক্তব্য দেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর শাজাহান, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর।
মন্তব্য করুন