নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি।
সোমবার (৫ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (৪ মে) রাত ৩টার দিকে গোদনাইল ধনকুন্ডা খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জ সদর থানার খানপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আমির হোসেন ওরফে সনেট (৪০) ও একই এলাকার গোপালের ছেলে সজিব (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে পুলিশের একটি টিম নিয়মিত টহল দায়িত্বপালনের সময় দুজনের গতিবিধি সন্দেহজনক হলে তাদের দেহ তল্লাশি করতে চায় তখন তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের পিছু নিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। তখন পুলিশের অতিরিক্ত আরেকটি দলের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, গ্রেপ্তার দুজন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ক্যাডার বাহিনী হিসেবে পরিচিত। তারা আজমেরী ওসমানের ছত্রছায়ায় খানপুর এলাকায় মাদকব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াত।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, গ্রেপ্তার দুজন খানপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় জুলাই-আগস্ট আন্দোলনের ঘটনায় দায়ের করা দুটি মামলা রয়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি দেশি না বিদেশি তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন