বগুড়ায় জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এসএম মিল্লাতকে (৫০) আটক করে গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বগুড়ার নেতাকর্মীরা তাকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেন।
গাজীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ওপর হামলার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাকে সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় এলাকা থেকে আটক করে জলেশ্বরীতলা হয়ে হেঁটে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) ইকবাল বাহার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, তাকে ডিবি কার্যালয়ে সোপর্দ করেছেন এনসিপির নেতাকর্মীরা। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছাড়াও জেলা স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদের সভাপতি। এছাড়া তিনি বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ।
ডিবির ওসি আরও বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে এনসিপি নেতা ডা. আব্দুল্লাহ আল সানী কালবেলাকে বলেন, আটক হোমিও চিকিৎসক এসএম মিল্লাত কট্টর আওয়ামী লীগ নেতা। তিনি এখনও আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। টাকা-পয়সা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসন ও সহযোগিতা করেন। বিগত সালগুলোতে তিনি বিএনপি ও জামায়াত হোমিও চিকিৎসকদের অত্যাচার করেছেন। তিনি ভারতপন্থি ও আরএসএস নেতা দীলিপ রায়ের লোক। তাকে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন