সাভারের আশুলিয়ায় রুবেল মন্ডল নামের এক ব্যক্তিকে দিনদুপুরে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রামের দেউন এলাকা থেকে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুবেল মন্ডল পাড়াগ্রামের দেউন এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলের ছোট ভাই।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসী একটি নির্জন জায়গায় রুবেলের নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তারা আরও জানান, রুবেল সকালে এলাকায় ঘোরাফেরা করলেও এরপর থেকে আর তাকে দেখা যায়নি। দুপুরে হঠাৎ তার মরদেহ পাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা নিয়ে কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) কামাল হোসেন কালবেলাকে বলেন, রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন