বরিশালের বাকেরগঞ্জে ফুফা শ্বশুরের বাড়িতে বেড়াতে এসে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরইমধ্যে তিনজনের বিরুদ্ধে ধর্ষিতার স্বামী সফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বাকেরগঞ্জ থানা পুলিশ এ ঘটনায় বৃহস্পতিবার (০৮ মে) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। আর একজন পলাতক রয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের রানা খানের ছেলে স্বাধীন খান (২২) ও একই উপজেলার পাদ্রী শিবপুর ইউনিয়নের হারুন মীরার ছেলে অটোরিকশাচালক আলী হোসেন মীর (২৮)।
আর পলাতক নাজমুল (৩৫) রঙ্গশ্রী ইউপির ফলাঘর গ্রামের ছিদ্দিকুর মৃধার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই গৃহবধূ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে বুধবার (০৭ মে) রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর তার ফুফা শশুরের বাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাত সাড়ে ৮টায় তিনি ফুফা শ্বশুর বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়।
পথিমধ্যে পালক বাড়ির ব্রিজ নামক স্থানে গেলে মো. স্বাধীন খান ও মো. নাজমুল খান তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে নাজমুল মৃধার নির্মাণাধীন ভবনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে তারা অটোচালক আলী হোসেনকে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে তার গাড়ি নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পর আলী ঘটনাস্থলে উপস্থিত হয় স্বাধীন ও নাজমুলের সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণ করে।
এ ঘটনা গৃহবধূ তার স্বামীকে জানালে রাতেই তিনি মামলা করেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. স্বাধীন খান ও আলী হোসেনকে গ্রেপ্তার করে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরপর পুলিশ অভিযান চালিয়ে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে। অপর আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন