ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভেলপুরি খেয়ে হাসপাতালে শিশুসহ শতাধিক

কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
কুমিল্লা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ দোকান থেকে ভেলপুরি খেয়ে শিশুসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অসুস্থ রোগীরা উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। তবে এর মধ্যে অনেকেই এখন সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার (৯ মে) বিকেল থেকে শনিবার (১০ মে) বিকেল পর্যন্ত অসুস্থ হওয়া এসব রোগীদের বিভিন্ন হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ভেলপুরি বিক্রেতা লিটন দাস ভ্রাম্যমাণ দোকান নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দীর্ঘদিন ধরে ভেলপুরি বিক্রি করে আসছিলেন। অন্যান্য দিনের মতো শুক্রবার তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভেলপুরি বিক্রি করেন। তার ওই ভেলপুরি খেয়ে ওই ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের শিশুসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ রোগীদের মধ্যে ৫২ জনকে স্থানীয় মাধবপুর মাতৃসেবা জেনারেল হাসপাতালে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য রোগীদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অসুস্থদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। এদিকে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে ভেলপুরি বিক্রেতা লিটন দাস পালিয়ে যান।

অসুস্থ কামাল হোসেন বলেন, লিটন দাসের ভেলপুরি আগেও অনেকবার খেয়েছি। এরকম আর কখনো হয়নি। এবার তার কাছ থেকে ভেলপুরি খেয়ে অসুস্থ হয়ে পড়ি। তবে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে এখন আমি অনেকটা সুস্থ।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার বিকেলে ভেলপুরি খেয়েছি। সন্ধ্যার পর থেকে পেট ব্যথা শুরু হয়। এর কিছুক্ষণ পর কয়েকবার বমি হয়। পরে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই। রাতটা কোনোভাবে কাটলেও সকালে স্থানীয় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিই। এখন আমি অনেকটা সুস্থ বোধ করছি।

মাধবপুর মাতৃসেবা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম বলেন, ফুড পয়জনিংয়ের কারণে এ অবস্থা হয়েছে। বেশিরভাগ রোগীর পেট ব্যথা, জ্বর, পাতলা পায়খানা ও বমি নিয়ে হাসপাতালে আসেন। তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু কিছু রোগীকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীসহ গুরুতর কিছু রোগী রয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমি খোঁজ নিয়ে দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে এখনই পরীক্ষা-নিরীক্ষা নয় : আলাল

মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল

মহাখালীতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন

ইরানের পাশে রাশিয়া-চীন, ইউরোপের তিন দেশের সঙ্গে উত্তেজনা চরমে

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরে

ছোট্ট যে আমলে মাফ হয় ১০০ গোনাহ

আসন ভাগাভাগি নিয়ে কী বললেন নজরুল ইসলাম খান

অঙ্কনকে অধিনায়ক করে চারদিনের ম্যাচের দল ঘোষণা

ভরাডুবি হবে বলেই কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না : দুদু

আয়কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন নির্দেশনা জারি

১০

দুই অধিদপ্তরে নতুন ডিজিসহ প্রশাসনিক পদে রদবদল

১১

ক্রিকেট ব্যাটে ইয়াবা বহন, বিমানবন্দরে আটক দুই যুবক

১২

আম কি ডায়াবেটিসের জন্য ভালো? গবেষণায় উঠে এলো নতুন তথ্য

১৩

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জাহিদ

১৪

দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা

১৫

পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির

১৬

ফারুকীর শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

১৭

তারকারা অজান্তেই নিজস্ব সত্তা হারিয়ে ফেলেন : সোনাক্ষী সিনহা

১৮

মেট্রোরেল লাইন-১ / খরচ বেড়েছে ১০ হাজার কোটি টাকা, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ 

১৯

জুলাই সনদের খসড়া নিয়ে ডেভিড বার্গম্যানের প্রতিক্রিয়া

২০
X