কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরই দেশের বড় বড় খামারগুলো তৈরি করে ছোট বড় আকারের নানা জাতের গরু। তবে, শুধু বড় খামারগুলোই নয়, দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানির ঈদকে কেন্দ্র করে গরু মোটাতাজা বা প্রস্তুত করা হয়। প্রতি বছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম।
এবার নাটোরের নলডাঙ্গার আব্দুল মজিদ এমন একটি বিশাল গরু প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন। গরুটির নাম রাখা হয়েছে ‘নাটোরের বাদশা’। প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন ২৫ মণ। ইতোমধ্যেই উপজেলার দিয়ার-কাজিপুর আসামপাড়া গ্রামে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন বাদশাকে দেখতে।
আব্দুল মজিদ বলেন, আমি ও আমার পরিবার গরুটিকে সন্তানের মতই বড় করেছি। অনেক যত্ন করে আমরা বড় করেছি। বাদশার বয়স প্রায় চার বছর। বাদশাকে আমরা অনেক যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করেছি। তাই দাম চাওয়াটা অনেক কষ্ট সাধ্য। তারপরও প্রাথমিকভাবে আমরা একটি দাম প্রকাশ করেছি। বাদশার জন্য ১২ লাখ টাকা দাম চেয়েছি। এক্ষেত্রে ক্রেতাদের সঙ্গে তাদের আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
ফ্রিজিয়ান জাতের এই গরুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান আব্দুল মজিদ ও স্থানীয় এলাকাবাসী। প্রতিদিন ভুসি, কাচা ঘাস বেশি খাওয়ানো হয় বাদশাকে। ঘরের মধ্যে ফ্যান চালাতে হয় সব সময় ও গোসল করাতে হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার কালবেলাকে বলেন, বাদশা উপজেলার সবচেয়ে বড় গরু। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিকে সবসময় সহযোগিতা করা হয়েছে এবং গরুটিকে প্রাকৃতিকভাবে লালনপালন করা হয়েছে।
মন্তব্য করুন