ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

ছড়িয়ে পড়ছে ছোঁয়াচে রোগ স্ক্যাবিস

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছোঁয়াচে রোগ স্ক্যাবিস ছড়িয়ে পড়ছে। এ রোগে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। এ রোগ প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা না থাকায় আক্রান্ত রোগীর পর আক্রান্ত হচ্ছেন পরিবারের অন্য সদস্যরাও। যার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি চিকিৎসালয়গুলোতে বাড়ছে রোগীর চাপ।

তবে ছোঁয়াচে এ রোগের সংক্রমণে আতঙ্কিত না হয়ে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সঠিক চিকিৎসা ও সচেতনতায় এ রোগ থেকে আরোগ্য পাওয়া যায়। তবে এ রোগের চিকিৎসা না নিয়ে অবহেলা করলে কিডনি জটিলতায় পড়ার সম্ভাবনার কথাও বলছেন চিকিৎসকরা।

সরেজমিনে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলার বিভিন্ন চিকিৎসালয় ঘুরে রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গেল বছরের আগস্টে এই উপজেলা স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়। বন্যার দূষিত পানির ফলে বন্যা-পরবর্তী সময় থেকেই এই উপজেলায় অস্বাভাবিকভাবে চর্মরোগ দেখা দেয়। সে জন্য স্ক্যাবিস আক্রান্ত রোগী আগেও ছিল। তবে বর্তমান অবস্থার মতো এতটা ভয়াবহ ছিল না। গ্রীষ্মের শুরু থেকেই এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। স্ক্যাবিস বা খোসপাঁচড়া জাতীয় ছোঁয়াচে রোগ প্রতিরোধ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবেই এটি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন অনেকেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে অর্ধেকেরই বেশি স্ক্যাবিস আক্রান্ত রোগী। আক্রান্ত এসব রোগীর মধ্যে অন্যান্য ডিজিজও রয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। বেসরকারি চিকিৎসালয়গুলোতেও প্রায় একই চিত্র দেখা গেছে। আক্রান্ত এসব রোগীর মধ্যে অনেকেরই ভালো হয়েও আবারও আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে। এর কারণ হিসেবে সচেতনতার অভাবকেই দায়ী করছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলছেন, স্ক্যাবিস একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। সারকোপটিস স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে এ রোগ হয়। চর্ম রোগগুলোর মধ্যে স্ক্যাবিস রোগই বেশি ছোঁয়াচে। এই রোগটির প্রাদুর্ভাব সাধারণত গরমকালে দেখা দিলেও এখন এর প্রাদুর্ভাব সারাবছরই দেখা যায়। এই রোগ একজন থেকে আরেকজনের শরীরে দ্রুত সংক্রমিত হয়। এটি সঠিক চিকিৎসায় প্রতিরোধযোগ্য। তবে সঠিক চিকিৎসা না হলে এ রোগে আক্রান্ত রোগীর কিডনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে। এ রোগের প্রাদুর্ভাবের পেছনে এ রোগ নিরাময় ও প্রতিরোধ সম্পর্কে পারিবারিক ও সামাজিক সচেতনতার অভাব।

চার বছর বয়সী স্ক্যাবিস আক্রান্ত সিনথিয়া জান্নাত নামের এক শিশুকে চিকিৎসা করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে নিয়ে আসেন তার মা বিলকিস আক্তার। তিনি বলেন, কয়েকদিন আগে আমার মেয়ের হাতে ও শরীরের কিছু জায়গায় লাল লাল গোটা বের হয়। পল্লী চিকিৎসক থেকে নিয়ে ওষুধ ও ক্রিম লাগিয়েছিলাম, কিন্তু ততটা আরোগ্য পাওয়া যায়নি। তাই সরকারি হাসপাতালে টিকিট কেটে চিকিৎসা করাতে এসেছি। ডাক্তার বলেছে. এটি স্ক্যাবিস জনিত চর্মরোগ। ওষুধ লিখে দিয়েছে, বলেছে ঠিক হয়ে যাবে।

উপজেলার শিদলাই ইউনিয়নের লাড়ুচৌ এলাকা থেকে তেইশ মাস বয়সী তানহাকে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে নিয়ে এসেছেন তার বাবা আমজাদ হোসেন। তিনি জানান, গত কয়েকদিন আগে তানহার আঙুলের ফাঁকে ও তালুতে চুলকানি রোগ দেখা দিয়েছে। ছোট ছোট লাল গোটা থেকে পানি বের হয়। বাড়ির পাশের ওষুধ দোকান থেকে ওষুধ ও ক্রিম লাগিয়েছিলেন। আরোগ্য না দেখে সরকারি হাসপাতালে এসেছেন মেয়ের চিকিৎসা করাতে।

চিকিৎসকরা জানান, স্ক্যাবিস আক্রান্ত রোগীদের কোমর, হাত ও পায়ের আঙুলের ফাঁকে, নিতম্বে, যৌনাঙ্গে, ঘাড়, হাতের তালু ও কবজিতে, বগলের নিচে, কনুই ও নাভিতে এ রোগের লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। এ ছাড়া শরীরের অন্যান্য স্থানেও এ লক্ষণ দেখা দেয়। আক্রান্ত স্থানে ছোট ছোট লাল দানাদার র‍্যাশ বা ফুসকুড়ি ওঠে। আক্রান্ত স্থান খুব চুলকায়, সাধারণত রাতে বেশি চুলকায়। আক্রান্ত এসব স্থান থেকে পানির মতো তরল পদার্থ বের হতে পারে।

স্ক্যাবিস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে চিকিৎসকরা জানান, প্যারাসাইটটা (সারকোপটিস স্ক্যাবিয়া) মানুষের শরীরে প্রবেশ করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্ক্যাবিস রোগের লক্ষণ দেখা দেয়। ছোঁয়াচে এ রোগটির সংক্রমণ প্রতিরোধে সুস্থ ব্যক্তিদের আক্রান্ত রোগীর সংস্পর্শ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। অপরদিকে আক্রান্ত রোগীর ব্যবহৃত পোশাক, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সাবান ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আক্রান্ত রোগীসহ রোগীর সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদেরকেও একযোগে চিকিৎসা নিতে হবে। অবশ্যই এ রোগ নিয়ে অবহেলা করা চলবে না।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি কালবেলাকে বলেন, স্ক্যাবিস সাধারণত গরম মৌসুমে দেখা যায়। তবে পরিবেশ বিপর্যয়ের কারণে এখন সারাবছরই এই রোগে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। দুঃখজনক হলেও সত্যি যে অধিকাংশ রোগীই রোগটা কমে গেলে কোর্স কমপ্লিট না করে মাঝপথে ওষুধ বন্ধ করে দেয়। এর ফলে রোগটা আবারও রিকারেন্ট করে। এভাবে বার বার আক্রান্ত হওয়ায় ফলে রোগীরা কিডনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে। শুধু বয়স্করা নয় শিশুরাও এই ঝুঁকিতে রয়েছে। তাই এই জটিলতা থেকে বাঁচতে চিকিৎসকের দেওয়া চিকিৎসাপত্র ও উপদেশ মানাটা জরুরি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা কালবেলাকে বলেন, স্ক্যাবিস একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এটি সারকোপটিস স্ক্যাবিয়া নামক এক ধরনের পরজীবীর আক্রমণে হয়ে থাকে। এটি ছোঁয়াচে জাতীয় রোগ। তাই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ রোগের চিকিৎসা নিতে হবে।

তিনি বলেন, বছরের এই সময়টায় এ রোগে আক্রান্ত রোগী বেশি দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা স্ক্যাবিস আক্রান্ত রোগী ও রোগীর স্বজনদের রোগ নিরাময়ে চিকিৎসা, ওষুধ এবং রোগ প্রতিরোধ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই রোগের সংক্রমণ ঠেকাতে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা পরিবারের অন্যান্য সদস্যদেরও একসঙ্গে চিকিৎসা নিতে হবে। ব্যবহৃত কাপড় ও বিছানার চাদর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই এ রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবন নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১০ 

শরীয়তপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় শিক্ষার্থীরা

বিমানের তেলের দাম কমেছে

কলম বিরতির ঘোষণা এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের

পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক

প্রতিবাদ জানাল চিফ প্রসিকিউটরের কার্যালয়

নিষেধাজ্ঞার বিবৃতিতে আ.লীগের নেতা-কর্মীদের নিয়ে যা বলল সরকার

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয় : চিফ প্রসিকিউটর

আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি : রিজভী

গবেষণার উন্নয়নে ৩৪২ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ২ কোটি ৯৫ লাখ টাকা

১০

‘শেষ পরীক্ষার দিন আল্লাহ হামার মেয়েক নিয়ে গেল’

১১

এনবিআর বিলুপ্তে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না : অর্থ উপদেষ্টা

১২

সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে

১৩

জামিন নিতে এসে কারাগারে আ.লীগের ২ নেতা

১৪

সরকারি চাল আত্মসাৎ, স্বেচ্ছাসেবক দল নেতার কারাদণ্ড

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / অনুদানের গরু ফেরত পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২ সদস্য

১৬

রমনায় বোমা হামলা / দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

১৭

টাকার অভাবে বিয়ে করছেন না সালমান খান

১৮

সংবাদ সম্মেলনে আইইবি কর্তৃপক্ষ / প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

১৯

বাংলাদেশ সিরিজের আগে নতুন কোচ পেল পাকিস্তান

২০
X