সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জামালপুরে সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন।

সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টায় ভাটারা ইউনিয়নের পারাপার গ্রামের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), ৩ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন (৪০) সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী (৪০), ছাত্রদল কর্মী জুয়েল রানা (২২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তারা সবাই চর হরিপুর ও কালাইছাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর ভাটারা পারপাড়া মোড় এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক ও এলাকায় মাদককারবারিদের তাণ্ডব বেড়ে যাওয়ায় প্রতিকার ও প্রতিরোধবিষয়ক আলোচনা শেষ করে বাড়ি ফিরছিলেন। তারা যখন তেঁতুলতলা এলাকায় পৌঁছায় তখন অতর্কিতভাবে তাদের ওপর আওয়ামী লীগ নেতা ও তিন খুনের আসামি সুলতান মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীরা হামলা করে। এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদের এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে দুইটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে আহতদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ জানান, গত ৫ আগস্টের পর এবং সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করার পর থেকে দলটির নেতাকর্মী ও সমর্থকরা চরম বেকায়দায় পড়ে। এমতাবস্থায় তারা নিজেদের বাঁচাতে ইউনিয়ন বিএনপির একাংশের সঙ্গে গোপনে আঁতাত করে। এরপর ওই একাংশ নিজেদের দলীয় কোন্দলে ও আধিপত্য বিস্তারে তাদের ব্যবহার করছে। এ ছাড়া ভাটারা ইউনিয়নে বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে বিএনপি নেতা কর্মীদের শাসন করা হচ্ছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।

ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নই। বিষয়টি আমি আগে জানি, তারপর সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব।

ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান বলেন, আমি যতটুকু শুনেছি, এটি কোনো রাজনৈতিক বিষয় না। এটি তাদের পারিবারিক ও সামাজিক বিষয়। বেশ কিছুদিন ধরে তারা মাটি বাণিজ্যকে কেন্দ্র করে বিরোধ করে আসছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব দলীয় কিনা। আর আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি দল, এ দলের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদ হাসান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বেড়েছে সোনার দাম

ছাত্রলীগের ২ কর্মীকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ

কৃষিকৌশল বিভাগের সেমিনার / ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে

আন্দোলনের নামে জবির মেডিকেল দখল শিক্ষার্থীদের 

সাবেক সেনা সদস্যের ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

শাক তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

রাবি ছাত্রলীগ কর্মীকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ

পিরোজপুরের মহিলা মাদ্রাসায় কমিটি দিল ছাত্রদল

জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা বন্ধ রেখে আন্দোলনের ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ

আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

১০

গরুর দেশীয় জাত হারানোর বিনিময়ে আধুনিক জাত দরকার নেই : প্রাণিসম্পদ উপদেষ্টা

১১

শিক্ষার্থীদের মাঝে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের কোরআন বিতরণ

১২

স্কালোনির সেরা তিন ফুটবলারের তালিকায় নেই মেসির নাম!

১৩

ঢাবিতে ‘৬ষ্ঠ আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব’ সমাপ্ত

১৪

‘দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অচিরেই মুখ থুবড়ে পড়বে’

১৫

যুবলীগ কর্মীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

১৬

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন জাবি ছাত্রদল নেতা

১৭

হামিদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়!

১৮

পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষার দাবিতে ১৫৭ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

১৯

‘এদের মতো খাই খাই স্বভাব হলে এত দিনে মাথায় তুলে রাখত’

২০
X