মেহেরপুর আদালত ভবনের বারান্দায় মামলার তদন্ত কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চাঁদাবাজি ও পর্নোগ্রাফি মামলার এক আসামির বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুরের আলোচিত আটলান্টিকা হোটেল কাণ্ড মামলায় মঙ্গলবার মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুনানি ছিল। তদন্ত কর্মকর্তা মেহেরপুর ডিবি পুলিশের সাবেক এসআই আশরাফুল ইসলাম আদালতে আসামিদের উপস্থিতিতে সাক্ষ্য দেন। সাক্ষ্য দিয়ে তদন্ত কর্মকর্তা আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় মামলার ২ নম্বর আসামি ছন্দা খাতুনসহ কয়েকজন তাকে বিভিন্নভাবে গালিগালাজ করেন। এক পর্যায়ে ছন্দা খাতুন তার পায়ের জুতা খুলে তদন্ত কর্মকর্তার উদ্দেশ্যে ছুড়ে মারেন। এ সময় তিনি তড়িঘড়ি করে আদালত চত্বর থেকে বের হয়ে যান।
হেনস্তার শিকার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম বলেন, ছন্দাসহ আসামিরা বিভিন্নভাবে বেশ কিছুদিন ধরে আমাকে হুমকি দিয়ে আসছিলেন। আজও আদালতে সাক্ষ্য দিয়ে বের হয়ে যাওয়ার সময় তারা আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন গালাগালি করে। আমি তাদের কথা কানে না নিয়ে দ্রুত আদালত ত্যাগ করি।
মেহেরপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক টোটন বলেন, বিষয়টি আমি কোর্ট-ইন্সপেক্টরের কাছ থেকে শুনেছি। আদালত চত্বরে আসামিদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ মেনে নেওয়া যায় না। এ বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব।
মন্তব্য করুন