বিএনপি ছেড়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়া পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাংগাবালী) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের কারণে কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমানকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, অধ্যাপক মোস্তাফিজুর রহমান সম্প্রতি কয়েকটি কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, যা দলীয় নীতি ও আদর্শের পরিপন্থি। এসব কারণেই কেন্দ্রীয় নেতারা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিএনপি এ ধরনের সিদ্ধান্তকে দলের শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে মনে করে।
এর আগে মোস্তাফিজুর রহমান গত ৬ মে দুপুরে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের হাত ধরে তার দলে যোগদান করেন।
মন্তব্য করুন