রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে হেরে কাউন্সিলর অফিসে গিয়ে পরাজিত প্রার্থী জহিরুল ইসলাম রুবেলের বিরুদ্ধে ‘মূত্র ত্যাগ’র অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ আগস্ট) এ ঘটনার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার একটি ফুটেজ প্রকাশ্যে আসলে ঘটনাটি আলোচনায় আসে।
রোববার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর ঝাউতলা জামে সমজিদের পাশে ৭নং ওয়ার্ড কার্যালয়ের গেটে পরাজিত কাউন্সিলর প্রার্থী এ ঘটনা ঘটিয়েছেন।
রাসিকের ৭নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে গাড়ি থেকে নেমে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহিরুল ইসলাম রুবেল সবার সামনেই এ ঘটনা ঘটিয়েছেন। এটি একটি কাউন্সিলর অফিস। এখানে নিয়মিত পতাকা উত্তোলন করা হয়। সিটি করপোরেশন ভাড়া দেয়। এখানে বঙ্গবন্ধুর ছবি আছে।’
তিনি বলেন, ‘যেহেতু এটি সিটি করপোরেশন অফিস তাই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রস্তুতি নেওয়া হচ্ছে। অতি দ্রুত আমি এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
স্থানীয়রা বলছেন, ভোটে আগেও রুবেল বেশকিছু সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। তবে ভোটে হেরে তিনি বেশ ক্ষিপ্ত ছিলেন। সর্বশেষ গতকাল তিনি ভোটে হেরে ক্ষোভে কাউন্সিলর অফিসে ‘মূত্র ত্যাগ’ করেছেন।
এ বিষয়ে জহিরুল ইসলাম রুবেল কালবেলাকে বলেন, ‘ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সেটি আসলে আমি না। আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। আমি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
বিষয়টি নিয়ে জানতে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন