কিশোরগঞ্জের ইটনায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্ৰামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত নিরোদ দাস (৬২) ধনপুর ইউনিয়নের দৈলং নতুন হাটির মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে। এ সময় তার স্ত্রীও আহত হয়েছেন।
ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী একসঙ্গে ধানের কাজ করছিলেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি।
মন্তব্য করুন