চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) বেলা ১১টায় থানার সরাইপাড়া লোহারপুল এলাকার পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, মরদেহটি তিন থেকে চার দিন আগের হতে পারে। মরদেহের পাশে মদের বোতল পড়ে ছিল।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপানের কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানতে পারব। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মরদেহের পাশ থাকে মদের বোতল পাওয়া গেছে।
মন্তব্য করুন