রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ২০ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

চিত্তরঞ্জন পাল। ছবি : সংগৃহীত
চিত্তরঞ্জন পাল। ছবি : সংগৃহীত

রাজশাহীতে নিখোঁজের ২০ দিন পর চিত্তরঞ্জন পাল নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে রাজশাহীর তানোর উপজেলার নিহত যুবকের বাড়ির পাশে শিবনদী থেকে তার বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করা হয়।

চিত্তরঞ্জন পাল (২৬) তানোর পৌরশহরের হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে। গ্রেপ্তার আসামিরা হলেন- চিত্তরঞ্জন পালের প্রেমিকার বাবা স্বপন কুমার, মা ছবি রানী এবং চাচাতো ভাবি কাজল রানী।

তানোর থানার ওসি আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত চিত্তরঞ্জন পালের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, প্রতিবেশী স্বপন কুমারের মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে চিত্তরঞ্জন পালের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৭ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় চিত্তরঞ্জন পাল। ওই রাতে তিনি যে ঘরে ছিলেন সেই ঘরের ফ্যান ও লাইট জ্বলছিল। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে দেখেন, চিত্তরঞ্জন পাল ঘরে নেই এবং ঘরের লাইট ও ফ্যান জ্বলছে। এরপর থেকেই ওই যুবককে আর খুঁজে পাচ্ছিল না তার পরিবার। পরে নিখোঁজ যুবকের সঙ্গে যে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল সেই মেয়েটিকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় নিখোঁজ চিত্তরঞ্জনের বাবা মনোরঞ্জন পাল তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আফজাল হোসেন আরও বলেন, সাধারণ ডায়েরির পর এটি তদন্তে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তখন অভিযুক্ত প্রেমিকার ভাইকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তার বোনসহ প্রেমিক চিত্তরঞ্জন পাল পালিয়ে গেছে বলে জানান।

ওসি বলেন, শনিবার সকালে নদীতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করলে নিহত যুবকের পরিবার পরনের লুঙ্গি ও গায়ের গেঞ্জি দেখে পরিচয় নিশ্চিত করেন যে, এটি চিত্তরঞ্জনের মরদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার সকালে নিহতের বাবা মনোরঞ্জন পাল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

আফজাল হোসেন বলেন, ইতোমধ্যেই হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত চিত্তরঞ্জন পালের অভিযুক্ত প্রেমিকা ও তার ভাই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ফিরতি যাত্রায় দৌলতদিয়ায় চাপ বাড়ছে

ইসরায়েলের দেড় শতাধিক এলাকায় ঢুকেছে ইরানের ক্ষেপণাস্ত্র

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

১০

ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

১২

আলজাজিরার বিশ্লেষণ / যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে ইরানে সরকার পতনের পরিকল্পনা

১৩

সুইডেনের তৃতীয় সারির ক্লাবের কারণে বদলালো অফসাইডের নিয়ম

১৪

ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

১৫

সারা দেশের ভারি বৃষ্টির পূর্বাভাস

১৬

মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বাবা, সরকারি চাকরিতে ছেলের জন্মসাল ৮৩

১৭

এখন কি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে ইরান?

১৮

কেন হঠাৎ মৃত্যু হয়? 

১৯

ইরান-ইসরায়েল সংঘাত কি প্রভাব ফেলবে ফিফা ক্লাব বিশ্বকাপে?

২০
X