সাভারে চোর সন্দেহে অভিজিৎ দে নামের এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধরে নিয়ে রাস্তার পাশে মেহগনি গাছে বেঁধে মারধরে কয়েকজন যুবক। পরে রাত ৮টার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
নির্যাতনের শিকার অভিজিৎ দে চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা কমল কান্তি দে’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন তাকে শিশু চুরির সন্দেহে আটক করে মারধর শুরু করেন। পরে স্থানীয় কয়েকজন যুবক এসে তাকে গাছে বেঁধে শারীরিক নির্যাতন চালায়। এ সময় তার শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় এবং তার পরনের লুঙ্গিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া বলেন, ওই যুবকের আচরণ মানসিক রোগীর মতো। তার আচরণ স্বাভাবিক ছিল না, যদিও সে নিজের নাম-পরিচয় বলতে পেরেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হয়েছে। নির্যাতনের জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজন যুবককে থানায় আনা হয়েছে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদুর রহমান বলেন, বিষয়টি কেউ আমাদের জানায়নি।
সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া কালবেলাকে বলেন, ঘণ্টার পর ঘণ্টা এভাবে নির্যাতন চললেও হাসপাতাল কর্তৃপক্ষ থানাকে কিছু জানায়নি।
মন্তব্য করুন