জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা উত্তর জেলাধীন চান্দিনা উপজেলা শাখার সদস্য সচিব ডা. মো. জসিম উদ্দিনের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।
রোববার (১৮ মে) জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত বছরের ৩ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী কৃষক দল কুমিল্লা উত্তর জেলাধীন চান্দিনা উপজেলা শাখার সদস্য সচিব ডা. মো. জসিম উদ্দিনকে তার স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতে সাংগঠনিকভাবে তদন্ত করে দোষী প্রমাণিত না হওয়ায় আজ উক্ত অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হলো।
জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
মন্তব্য করুন