নীলফামারীতে চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের নতিফচাপড়া গ্রামের চাড়ালকাটা নদীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- বারাইপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন (৮) ও মোহাম্মদ লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন (৭)। তারা দুজনে চাচাত ভাই।
রিফাত ও নিয়াজের পরিবারের বরাত দিয়ে চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ জানান, ওই দুই শিশু স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই দুই শিশু বাড়ির বাইরে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে অদূরে চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে যায় তারা। পরের নদীর তীরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে।
তিনি আরও জানান, বিকেল চারটার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল রিফাত ও নিয়াজের। সাড়ে তিনটা পর্যন্ত দুজনে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজ শুরু করেন। একপর্যায়ে নদীর তীরবর্তী ডোবায় তাদের স্যান্ডেল ভাসতে দেখে। ওই স্যান্ডেলের সূত্র ধরে পরিবারের লোকজন নদীর দিকে এগিয়ে গেলে রিফাত ও নিয়াজের মরদেহ নদীর তীরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার পরিদর্শক এম.আর সাঈদ জানান, সন্ধ্যার পর ওই ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছে নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে কেউ কোনো অভিযোগ না করায় চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের লোকজনকে মরদেহ দাফনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন