সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবুর হালি ৪ টাকা হলেও মিলছে না ক্রেতা

সিলেট নগরীর কিন ব্রিজ এলাকায় লেবু বিক্রি করছেন সেবুল মিয়া নামের এক ব্যবসায়ী। ছবি : কালবেলা
সিলেট নগরীর কিন ব্রিজ এলাকায় লেবু বিক্রি করছেন সেবুল মিয়া নামের এক ব্যবসায়ী। ছবি : কালবেলা

সিলেটে এবার পানির দামে বিক্রি হচ্ছে লেবু। টাকা ধরে বিক্রি হলেও লেবুর যেন ক্রেতা নেই বাজারে। অথচ দুই মাস আগে রমজানে ন্যূনতম ১০০ টাকা হালি ছিল লেবুর। সিলেট নগরীর কিন ব্রিজ এলাকায় সেবুল মিয়ার হাতে টসটসে লেবু, হালি মাত্র ৪ টাকা তবুও নেই আগ্রহী ক্রেতা! বিক্রেতারা জানান, এখন মৌসুম বলে দাম কম। এবার লেবুর ফলনও বেশি।

এদিকে ঈদুল আজহায় আবারও দাম বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। শুধু কিন ব্রিজ এলাকায়ই নয়, কাঁচাবাজারের সবখানেই এখন লেবুর স্তূপ। তবুও ক্রেতারা তেমন আগ্রহ দেখাচ্ছেন না।

জানা গেছে, গেল রমজান মাসের এক সপ্তাহ আগ থেকেই সিলেটে এক হালি লেবু কিনতে হয়েছে ৮০-১০০ টাকা। দেড় মাসের ব্যবধানে এই লেবুর হালি এখন বিক্রি হচ্ছে মাত্র ৪ টাকায়। আর মাঝারি লেবুর হালি ১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে জারা লেবুর দাম একটু বেশি, আকার ভেদে ১৫০ থেকে দুইশ টাকায় বিক্রি হচ্ছে। গেল রমজান মাসে জারা লেবুর হালি হাজার টাকায়ও বিক্রি হয়েছে। লেবুর মৌসুম থাকায় আমদানি বেশি থাকায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু ২০ দিন পরেই কোরবানির ঈদে এই লেবু কত টাকায় বিক্রি হবে তা বলতে পারছেন না কেউ। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা থাকলে দাম কিছুটা বাড়বে।

বুধবার (২১ মে) সরেজমিন সিলেট নগরীর সোবহানীঘাট, কাজিটুলা, আম্বরখানা, টুকেরবাজার, মদীনা মার্কেট, বন্দরবাজার, কাজিরবাজার এবং রিকাবীবাজার এলাকা বাজারের লেবুর দামের একই চিত্র দেখা যায়। পাশাপাশি সবজির দামও তুলনামূলক কম। তবে কাঁচা ছোট সাতকড়ার হালি ১৫০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

শাবানা নামের এক ক্রেতা বললেন, লেবুর মৌসুম থাকলেও আগামী ঈদে দেখবেন এই লেবুর হালিও ৫০ টাকার নিচে কেনা যাবে না। জয়নাল আবেদীন নামের আরেক ক্রেতা বলেন, এখন চাহিদা কম তাই দামও কম। চাহিদা বাড়লেই তারা দাম বাড়িয়ে দেবে।

নগরীর বন্দর বাজারে ভ্যানগাড়ি দিয়ে লেবু বিক্রি করছেন পঞ্চাশোর্ধ্ব আব্দুল করিম। তিনি ১২ পিস লেবু একটি মাঝারি পলিথিনে ভরে বিক্রি করছেন মাত্র ৩০ টাকায়। তিনি কালবেলাকে জানান, লেবুর চাহিদা কম। লেবু এখন পানির দামে বিক্রি হচ্ছে তবুও কেউ নিচ্ছেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে যে কয়টি এলাকা লেবু উৎপাদনের জন্য পরিচিত, তার একটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল। চাহিদা পূরণে সিলেটের বাজারে আগে শ্রীমঙ্গল ও ময়মনসিংহ থেকে আসত লেবু। এখন সিলেটের বিভিন্ন টিলায় ব্যাপক হারে চাষ হচ্ছে লেবু, যা স্থানীয় বাজারের চাহিদা মেটাচ্ছে। এসব লেবু তাজা অবস্থায় কেনা যায় বলে স্বাদ ও গন্ধ থাকে অটুট। নিজ এলাকায় উৎপাদন হওয়ায় দামেও কম। বর্তমানে সিলেট শহরতলি এলাকা, জৈন্তাপুর, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে চাহিদার অর্ধেকের বেশি লেবু সরবরাহ করা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে।

লেবু চাষি সামছুল হক, শফিক মিয়া, লিয়াকত আলী জানান, এক সময় সেপ্টেম্বর মাসে লেবুর সিজন শেষ হয়ে যেত, তবে বর্তমানে সারা বছর লেবু থাকে। এখন উন্নত প্রযুক্তি প্রয়োগ ও উচ্চ ফলনশীল চারা রোপণের কারণে সারা বছরই লেবু উৎপাদন হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক দীপক দাশ কালবেলাকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর সিলেটে লেবুর চাষ ও উৎপাদন বেশি হয়েছে। মৌলভীবাজারেও লেবুর চাষ হয়েছে প্রচুর। সেখান থেকেও সিলেটের বাজারে লেবু আসে। চাহিদার তুলনায় ফলন বেশি হওয়ায় দাম কমে গেছে। কমদামে এখন ভোক্তারা লেবু পাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

১০

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

১১

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

১২

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১৪

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১৫

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৬

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৭

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

১৮

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের

১৯

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

২০
X