বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিল্প ও কৃষি বিপ্লব ঘটিয়ে স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা বাস্তবায়ন করেছিলেন। খাল খনন করে তার দুপাশে বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি ছিল রাষ্ট্রনায়ক জিয়ার যুগান্তকারী পদক্ষেপ। ছাত্রদলের নেতাকর্মীদের শহীদ জিয়ার জীবনকর্ম অনুসরণ করার শপথ নিতে হবে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা ২০২৫-এর তৃতীয় দিনে সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজে কমল সাহিত্য পরিষদের আয়োজনে ও এমসি কলেজ ছাত্রদলের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজসম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এই গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয় তাই বৃক্ষনিধন রোধ করে বেশি করে গাছ রোপণ করতে হবে। বিভিন্ন ঔষধ-ফলজ-বনজ বৃক্ষরোপণের মাধ্যমে স্বাবলম্বী হওয়াও সম্ভব।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, সিলেট বিভাগ শিক্ষক সমিতির আহ্বায়ক লে. মনিরুল ইসলাম ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস শহীদ।
আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা শফিকুল ইসলাম টুটুল, রায়হান আহমদ রাক্কু, জামিউল ইসলাম জামি, কাওসার আহমদ রকি, কবি সুয়েজ আহমদ, কবি কুবাত বখত রুবেল, কবি সাজ্জাদ আহমদ সাজু, ছড়াকার সাদির হোসেন, কবি জালাল জয়ও রাহাত আহমদ, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সামি, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসাইন।
সিলেটের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১১দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলা চলছে। গ্রন্থমেলার চতুর্থ দিন শুক্রবার (২৩ মে) বিকেল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গণে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন