কুষ্টিয়ায় ৪ দফা দাবিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস শিক্ষার্থীদের চলমান আন্দোলনে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টায় শহরের প্রধান সড়কস্থ প্রেস ক্লাব ও পাবলিক লাইব্রেরির সামনে সড়ক অবরোধসহ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নেওয়া নেতারা বলেন, অবিলম্বে ইন্টার্নশিপ বাতিলসহ প্রণীত নতুন কোর্স কারিকুলাম বাতিল, প্রহসনের অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টিসহ নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্দেশিত উচ্চশিক্ষার সুযোগদান করতে হবে।
অন্যথায় দেশব্যাপী চলমান ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে জানায় শিক্ষার্থীরা।
মন্তব্য করুন