লক্ষ্মীপুরের রায়পুরে পৃথক পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল ও বাড়িতে শিশুদের মা-বাবা ও স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠছে।
বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর গাইয়ারচর গ্রামের দিনমজুর মো. সোহাগের শিশু ছেলে মো. হাসান (৪) এবং একই দিন বিকেল ৪টার দিকে দক্ষিণ রায়পুর গ্রামের বেকারি শ্রমিক খোরশেদ আলমের শিশু ছেলে আবদুল্লাহ (৩) পানিতে ডুবে যায়।
সন্ধ্যায় রায়পুর সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত শিশু আবদুল্লাহর চাচা আতাউল্লাহ জানান, বিকেলে বসতঘরের সামনে বাড়ির অন্য শিশুদের সঙ্গে আবদুল্লাহ ফুটবল খেলা করছিল। এ সময় অসাবধানতা বসত সে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উত্তর গাইয়ারচর গ্রামের সোহাগের ছেলে মো. হাসান দুপুরে বাড়ির পুকুরে একা গোসল করতে নেমে পুকুরে ডুবে যায়। বিকেলে খবর আসে তাকে পাওয়া যাচ্ছে না। এক পর্যায়ে খোঁজাখুঁজির ৩০ মিনিট পর পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।
নিহত শিশু আবদুল্লাহ ও মো. হাসানকে এশার নামাজের পর তাদের গ্রামের বাড়িতে পৃথক পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
রায়পুর থানার ওসি শিন বড়ুয়া জানান, পৃথক পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা কেউ জানায়নি। দুই পরিবারের সঙ্গে যোগাযোগ করে আলাদা দুটি অপমৃত্যু মামলা করার ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন