সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

স্ত্রী স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর স্বীকৃতি পেতে মো. সাহাবুদ্দীন মোল্যা (২৬) নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। এর পরপরই সাহাবুদ্দীন মোল্যাসহ তার পরিবার ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী অনশন করছেন।

এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের বারাংকুলা পশ্চিমপাড়া এলাকার মো. সাহাবুদ্দীন মোল্যার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।

জানা যায়, প্রায় পাঁচ বছর আগে উপজেলার বারাংকুলা গ্রামের ওমর মোল্যার ছেলে সাহাবুদ্দীন মোল্যার সঙ্গে একই উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট গ্রামের ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের এ সম্পর্ক বিয়েতে গড়ায়।

অনশনকারী ওই তরুণীর দাবি, সাহাবুদ্দীন মোল্যা একজন ইতালি প্রবাসী। সে বিদেশ থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ জুন সাহাবুদ্দীন দেশে আসেন। এরপর বিভিন্ন স্থানে আমাকে ঘুরতে নিয়ে যান সাহাবুদ্দিন। এক পর্যায়ে গত ১৭ আগস্ট ফরিদপুর আলীপুর শহরের একটি কাজী অফিসে গিয়ে তিন লাখ টাকা দেনমহরে আমরা গোপনে বিয়ে করি। কিন্তু গত শুক্রবার সাহাবুদ্দীন আমাকে হঠাৎ ফোন করে জানায়; সে আরেকটি বিয়ে করেছে। এরপর থেকে সে আমার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেয়। পরে বাধ্য হয়ে বিয়ের কাগজপত্রসহ নিয়ে মঙ্গলবার সকাল থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সাহাবুদ্দীনের বাড়িতে চলে আসি। কিন্তু আমি আসার পর সাহাবুদ্দীনসহ তার বাবা-মা ঘরে তালাবদ্ধ করে কৌশলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বিষয়টি এখন এলাকার অনেকেই জানে। আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। সাহাবুদ্দীন স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুণী।

অভিযুক্ত সাহাবুদ্দীন মোল্যা ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় এবং তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের কালবেলাকে বলেন, একটি মেয়ের অনশনের কথা শুনেছি এবং পুলিশ পাঠিয়েছিলাম। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি আপোষ মীমাংসা করবেন বলে আমাদের জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১০

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১১

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১২

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৩

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৪

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৫

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৬

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৭

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৮

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

১৯

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে : দুলু

২০
X